রাজধানীর চৌধুরীপাড়ায় অবস্থিত শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল, ফেরাকে বাতেলা বিষয়ক কর্মশালা ও ফুজালা পুনর্মিলনী।
আগামী ১১ ও ১২ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে দিনব্যাপী ও শুক্রবার বাদ আসর হতে—মাদরাসার ময়দানে এই মহতি আয়োজন চলবে।
তাফসিরুল কুরআন মাহফিলে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন—বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) সভাপতি মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, মুনাযিরে যামান মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক এবং খ্যতিমান ওয়ায়েজ মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।
শেখ জনূরুদ্দিন রহ. দারুল কুরআন চৌধুরীপাড়া মাদরাসার এই মহতি আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন মাদরাসার মুতাওয়াল্লি ইমাদুদ্দীন নোমান ও মুহতামিম মাওলানা মাহফুজুল হক কাসেমী। তারা উক্ত অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে সবার দোয়া চেয়েছেন।
মাওলানা মাহফুজুল হক কাসেমী বলেন, আমরা সচেতন ও দায়িত্বশীল আলেমদের জন্য ফেরাকে বাতেলা বিষয়ক কর্মশালার আয়োজন করেছি।
ফেরাকে বাতেলা বিষয়ক কর্মশালা ও ফুজালা পুনর্মিলনী আলোচনায় অংশ নেবেন—মসজিদুল আকবর কমপ্লেক্সের প্রিন্সিপাল ও শায়খুল হাদিস মুফতি দেলোয়ার হুসাইন, মাওলানা জাফর আহমাদ (ঢালকানগর), মাওলানা যাকারিয়া আব্দুল্লাহ, মুফতী শাহেদ রহমানী, মুফতী শফী কাসেমী ও মাওলানা যুবায়ের হুসাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মসজিদ-ই নূর ও শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার মুতাওয়াল্লি মুহাম্মাদ ইমামুদ্দীন নোমান। এ প্রসঙ্গে তিনি বলেন, এলাকার মানুষজন তাফসিরুল কুরআন মাহফিলের অপেক্ষায় থাকে। মনভরে বয়ান শোনে। এবারের আয়োজন আমাদের হৃদয়কে আরও শাণিত করবে। আলোকিত করবে। ইনশাআল্লাহ।
সার্বিক যোগাযোগ : নায়েবে মুহতামিম মাওলানা খুরশিদ আলম কাসেমী- ০১৭১৬১১৭৪১৩; নাজেমে তালিমাত মাওলানা মুসলিম উদ্দিন- ০১৮১৯১৪৪৬৮১।
এমএম/
                              
                          
                              
                          
                        
                              
                          