মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭


ডাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই হিজাব পরিহিত নারী প্রার্থীদের প্রতি আক্রোশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই হিজাব পরিহিত নারী প্রার্থীদের প্রতি আক্রোশ প্রকাশিত হয়েছে বলে মন্তব্য করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদ।

মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে ফরহাদ জানান, নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রচারণার বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। বিশেষভাবে হিজাব পরিহিত নারী প্রার্থীদের প্রতি আক্রোশ ফুটে উঠেছে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, অজ্ঞাতপরিচয় দুই থেকে তিনজন ব্যক্তি এই ঘটনায় জড়িত ছিলেন। ইতোমধ্যে হামলাকারীদের ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে।

ফরহাদ বলেন, “যেহেতু স্পষ্ট ফুটেজ রয়েছে এবং এলাকাটি সিসিটিভির আওতাধীন, তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে প্রশাসনের উদাসীনতা ও পক্ষপাতদুষ্ট মনোভাব শিক্ষার্থীদের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের প্রতি সংশয় সৃষ্টি করবে।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ