দেশব্যাপী সহিংসতা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চের বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এই কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা।
সমাবেশে শাখা ইনকিলাব মঞ্চের সদস্য সচিব শান্তা আক্তার বলেন,
“বাংলাদেশের সাধারণ মানুষ আজ নিরাপদ নয়। দেশে চাঁদাবাজি, সন্ত্রাস, রাহাজানিতে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। অথচ যাদের হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা রয়েছে, তারা সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে। খুন-খারাবি ঘটলেও প্রশাসন চুপচাপ থাকে। যদি অন্তর্বর্তীকালীন সরকার এসব দমন করতে না পারে, তাহলে অবিলম্বে সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দিক।”
শাখা সভাপতি নূর মোহাম্মদ বলেন,
“১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর সংস্কারের প্রত্যাশায় অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। কিন্তু তারা যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তবে তাদের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। পদত্যাগই তাদের একমাত্র বিকল্প।”
এসএকে/
                              
                          
                              
                          
                        
                              
                          