বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
সোমবার বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “ডাকসু নির্বাচন তোমরাই চেয়েছ, গভীরভাবে প্রত্যাশা করেছ। গণতান্ত্রিক মূল্যবোধ ও অন্যায়ের বিরুদ্ধে সমন্বিত কণ্ঠ গড়ে তুলতে আমরা তোমাদের আগ্রহের ভিত্তিতে এ নির্বাচন আয়োজন করেছি। তাই নির্ভয়ে ভোট দিতে এসো, আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি।”
তিনি আরও বলেন, “সারা দেশ আমাদের দিকে তাকিয়ে আছে। একটি সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, তারা নিশ্চিন্তে এসে ভোট দিতে পারবে।”
ভিডিও বার্তার শুরুতে উপাচার্য জানান, প্রায় ১১ মাসের প্রস্তুতির পর ঐতিহাসিক এ নির্বাচন আয়োজন করা হচ্ছে। ভোটগ্রহণ আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
এবারের ডাকসু নির্বাচনে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রথমবারের মতো কেন্দ্রীয়ভাবে ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। ৮১০টি বুথে তিন স্তরের নিরাপত্তা, সিসিটিভি ক্যামেরা এবং প্রশিক্ষিত কর্মকর্তাদের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হবে বলে জানান তিনি।
ড. নিয়াজ আহমেদ খান বলেন, “নির্বাচন কর্মকর্তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন। ভোট গণনা এলইডি স্ক্রিনে উন্মুক্তভাবে প্রদর্শিত হবে এবং সাংবাদিকরা পুরো প্রক্রিয়া মনিটর করবেন।”
প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, “এ নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। তবে মনে রাখতে হবে বিজয়ী ও পরাজিত—উভয়েরই গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার দায়িত্ব রয়েছে।”
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন। ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী, এর মধ্যে ৪০৯ জন পুরুষ ও ৬২ জন নারী প্রার্থী।
এমএইচ/