মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

নাতির কাছে কায়দা শিখছেন অভিনেতা মিশা সওদাগর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের আলোচিত অভিনেতা মিশা সওদাগর। তিনি খলনায়ক হিসেবে পরিচিত। ইদানীং তিনি ধর্মকর্মে বেশ মনোযোগী। মাঝে মাঝে ধর্মীয় রীতিনীতি পালনের গুরুত্ব তুলে ধরেন এবং আহ্বান জানান। এবার এ অভিনেতাকে দেখা গেল নাতির সঙ্গে আরবি পড়তে।

সোমবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে মিশা সওদাগর একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যায় তিনি ছোট নাতি রাফসানের পাশে বসে আছেন—সামনে খোলা একটি আরবি বই। ছবিটি দেখে অনেকেই ভেবেছেন, নাতিকে তিনি আরবি পড়াচ্ছেন।

ছবিটির ক্যাপশনে মিশা লিখেছেন, ‘চোখ যা দেখে, সব সময় সেটা সঠিক নাও হতে পারে। এই ছবি দেখে সবাই মনে করবে আমি আমার নাতি রাফসানকে আরবি পড়াচ্ছি। আসল ঘটনা হচ্ছে, আমার নাতি রাফসান আমাকে কায়দা পড়াচ্ছে! এটা সত্যি ঘটনা। কুরআনুল কারিম নিজে পড়ুন এবং অপরকে পড়তে সাহায্য করুন।’

পোস্টটি মনে ধরেছে নেটিজেনদের। ইতিবাচক মন্তব্যে ভরিয়েছেন তারা। প্রশংসা করে কেউ লিখেছেন, ‘এটাই আসল শিক্ষা’, ‘মিশা ভাই শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও অনুপ্রেরণা।’

গেল মাসে মৃত্যু গুজব ছড়ায় মিশার। এতে অনুরাগীদের মধ্যে দেখা দেয় উদ্বেগ। বিষয়টি নিয়ে বেশ বিরক্ত প্রকাশ করেন অভিনেতা। নিজেই জানান তিনি সুস্থ আছেন। সেইসঙ্গে ভক্তদের কাছে চান দোয়া।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ