শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার ইসকন নিষিদ্ধের দাবিতে সাভারে ইত্তিহাদুল উলামার বিক্ষোভ বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ছেলের সাথে প্রাণ গেলো বাবার ইসকন নিষিদ্ধসহ সাত দফা দাবীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ১০ বিভাগীয় শহরে জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ শনিবার ইসকন বাংলাদেশের জন্য অশনিসংকেত: ছাত্র জমিয়ত বাংলাদেশ

এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের আবেদন আজ শেষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করার শেষ দিন আজ। শিক্ষার্থীরা ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়ায় বৃহস্পতিবার, ২৩ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুনঃনিরীক্ষণের আবেদন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে নেওয়া হবে। শিক্ষার্থীরা https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। কোনো শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় সরাসরি আবেদন গ্রহণ করবে না। প্রক্রিয়ার বিস্তারিত নির্দেশনা প্রত্যেক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা আছে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের ফল ঘোষণা করা হয়। এর অর্থ, আগামী ১৬ নভেম্বরের মধ্যে সংশোধিত ফলাফল আশা করা যাচ্ছে। যাদের ফল পরিবর্তিত হবে, তাদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে এবং সংশোধিত ফলাফল বোর্ডের ওয়েবসাইটেও প্রকাশিত হবে।

এর আগে, ১৬ অক্টোবর সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ড একযোগে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেছে। শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে বা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানতে পেরেছেন।

সারাদেশে এবছর ২,৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, ২ লাখ ৯১ হাজার ২৪১ জন। এরপর আসে রাজশাহী ১ লাখ ৩৩ হাজার ২৪২, কুমিল্লা ১ লাখ ১ হাজার ৭৫০, যশোর ১ লাখ ১৬ হাজার ৩১৭, চট্টগ্রাম ১ লাখ ৩৫, বরিশাল ৬১ হাজার ২৫, সিলেট ৬৯ হাজার ৬৮৩, দিনাজপুর ১ লাখ ৩ হাজার ৮৩২ এবং ময়মনসিংহ ৭৮ হাজার ২৭৩ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ছিলেন ৮৬ হাজার ১০২ জন। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী সংখ্যা ১ লাখ ৯ হাজার ৬১১ জন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ