শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার ইসকন নিষিদ্ধের দাবিতে সাভারে ইত্তিহাদুল উলামার বিক্ষোভ বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ছেলের সাথে প্রাণ গেলো বাবার ইসকন নিষিদ্ধসহ সাত দফা দাবীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ১০ বিভাগীয় শহরে জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ শনিবার ইসকন বাংলাদেশের জন্য অশনিসংকেত: ছাত্র জমিয়ত বাংলাদেশ

১৬ মাসে কোরআনের হাফেজ কক্সবাজারের ওবায়দুল করিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কক্সবাজারের বদর মোকাম তা’লীমুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার নাজরানা বিভাগের ছাত্র মো. ওবায়দুল করিম মাত্র ১৬ মাসে পবিত্র কোরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। মাত্র ১৪ বছর বয়সেই মহান আল্লাহর এই বরকতময় নেয়ামত লাভ করায় আনন্দে ভাসছেন তার পরিবার, শিক্ষক ও এলাকাবাসী।

সে মরহুম আহমদ হোসেন ও গৃহিণী আমিনা খাতুনের সন্তান। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাদ যোহর কক্সবাজার সদর থানা সংলগ্ন ঐতিহাসিক বদর মোকাম জামে মসজিদ কমপ্লেক্সে আয়োজিত হিফজুল কোরআন সমাপনী অনুষ্ঠানে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ওই অনুষ্ঠানে করিমসহ আরও একজন হাফেজকে ক্রেস্ট দেওয়া হয়।

চার সন্তানের মধ্যে ওবায়দুল করিম সবার ছোট। তার বড় ভাই শাহাব উদ্দিন তুহিম কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। ছোট ভাইয়ের ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ ও মেধা দেখে তিনি তাকে বদর মোকাম মাদ্রাসায় ভর্তি করান। করিম বর্তমানে সেখানেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে।

করিম ২০১১ সালের ২ নভেম্বর কক্সবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের পেশকার পাড়ায় জন্মগ্রহণ করেন। জন্মের আগেই পিতাকে হারান তিনি। বর্তমানে তারা রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামে বসবাস করেন।

ছোট ভাইয়ের এই সাফল্যে আনন্দ প্রকাশ করে শাহাব উদ্দিন তুহিম বলেন, “আমার ছোট ভাই আমাদের স্বপ্ন পূরণ করেছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আমি তাকে ভবিষ্যতে আল-আজহার বিশ্ববিদ্যালয় বা মাদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ করে দিতে চাই, ইন শা আল্লাহ।”

কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করে মা আমিনা খাতুন বলেন, “আলহামদুলিল্লাহ, আমার সন্তান অল্প বয়সেই কোরআনের হাফেজ হতে পেরেছে। এটা আল্লাহর অশেষ রহমত। আমার সন্তানের জন্য সকলের দোয়া কামনা করছি।”

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ