রবিবার, ০২ নভেম্বর ২০২৫ ।। ১৭ কার্তিক ১৪৩২ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭


৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফি নিয়ে বেফাকের বিশেষ বিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফি নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। সেখানে কওমি মাদরাসার শীর্ষ এই বোর্ডটি পরীক্ষার অন্তর্ভুক্তি ফি’র ফরম বিতরণ ও ফি জমাগ্রহণ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল মাদরাসার কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে যে, আসন্ন ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার অন্তর্ভুক্তি ফি-এর ফরম বিতরণ শুরু হয়েছে। আপনারা নিজ নিজ মারকাযের সাথে যোগাযোগ করে পরীক্ষার অন্তর্ভুক্তি ফরম সংগ্রহ করুন। ৫ জুমাদাল উলা ১৪৪৭ হি. হতে ফি জমাগ্রহণ শুরু হয়ে ৩০ জুমাদাল উলা ১৪৪৭ হি. শেষ হবে। পরবর্তী ১০ (দশ) দিন তথা ১০ জুমাদাল উখরা পর্যন্ত বর্ধিত ফি-সহ জমা দেওয়া যাবে।

পরীক্ষার ফি জমাকালীন ২৫, ২৬, ২৭ জুমাদাল উলা মোতাবেক ১৭, ১৮, ১৯ নভেম্বর নতুন করে পরীক্ষার্থী নিবন্ধনেরও সুযোগ রাখা হয়েছে। উক্ত তিন দিন বেফাক অফিসে এসে নিবন্ধন ফরম জমা দিয়ে পরীক্ষার ফিও জমা দেওয়া যাবে। শেষ তিন দিনের সুযোগ গ্রহণকারীদের ক্ষেত্রে কুরিয়ার বা ডাকের মাধ্যমে নিবন্ধন ফরম পাঠানো গ্রহণযোগ্য নয়।

বি. দ্র. পরীক্ষার ফি জমাকালীন বেফাকভুক্ত সকল মাদরাসার বাৎসরিক বকেয়া ফি জমা নেওয়ারও ব্যবস্থা থাকবে।

আরএই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ