ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের দাবিতে টানা ২২ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। তাদের দাবি, অনুদানভুক্ত প্রতিষ্ঠানের পাশাপাশি অনুদানবিহীন ইবতেদায়ী মাদ্রাসাগুলোকেও জাতীয়করণের আওতায় আনতে হবে। অন্যথায় তারা আন্দোলন চালিয়ে যাবেন।
আজ (৩ নভেম্বর) সোমবার সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে পুনরায় এ কর্মসূচি শুরু করেন তারা। এর আগে রোববার (২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, অনুদানভুক্ত ইবতেদায়ী মাদ্রাসাগুলোর জাতীয়করণের প্রক্রিয়া সোমবারের মধ্যেই শুরু করা হবে। তবে এ আশ্বাসে আন্দোলনকারীরা সম্পূর্ণ সন্তুষ্ট নন।
গত ১২ অক্টোবর থেকে এই আন্দোলন শুরু করেন শিক্ষকরা। ২৯ অক্টোবর প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে মিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন অর্ধশতাধিক শিক্ষক। তাদের অনেকে এখনো চিকিৎসাধীন আছেন। ৩০ অক্টোবর বিকেলের মধ্যে জাতীয়করণের গেজেট প্রকাশ না হলে ২ নভেম্বর ‘প্রেস ক্লাব টু যমুনা অভিমুখে লং মার্চ’-এর ঘোষণা দেয় আন্দোলনকারী সংগঠন।
তবে যাত্রার সময় পুলিশি বাধার মুখে পড়েন তারা। পরে শিক্ষকদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে গিয়ে আলোচনায় অংশ নেয়, যেখানে শিক্ষা মন্ত্রণালয় আশ্বাস দিলেও নির্দিষ্ট সময়সীমা জানায়নি। আশ্বাসের কাগজপত্র ও প্রক্রিয়া দৃশ্যমান না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
এনএইচ/