শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেল ইসরায়েলি সেনারা ভাঙ্গায় ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ‘আর্থ-সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দূর করতে সিরাতের বাস্তবায়ন জরুরি’ খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে পীর সাহেব চরমোনাইয়ের আহ্বান খুরশিদ আলম কাসেমীর বাবার ইন্তেকাল, বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিবের শোক ‘অভিভাবকরা স্কুল বাদ দিয়ে কওমি মাদরাসার দিকে ঝুঁকছেন’ চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার

ভোলায় ইসলামী সংস্কৃতির বিকাশে ‘সাংস্কৃতিক সন্ধ্যা’ পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি:

নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে সিরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে সমাজে সুস্থ সংস্কৃতি ছড়িয়ে দিতে ভোলার বোরহানউদ্দিন সাংস্কৃতিক সংসদ (বোসাস) কর্তৃক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

গতকাল (২২ সেপ্টেম্বর ২০২৪) রবিবার ভোলার বোরহানউদ্দিন উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিকাল পাঁচটায় খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুহা. আনোয়ার হোসাইন খানের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং রাত এগারটায় শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্য বোরহানউদ্দিন সাংস্কৃতিক সংসদ এর প্রধান উপদেষ্টা ও বোরহানউদ্দিন কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মাকসুদুর রহমান বলেন, রাসুল (সা:) এর আদর্শ বাস্তবায়নের মাধ্যেমে সমাজের সকল স্তরে ইসলামী সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করার জন্য সমাজের প্রত্যেক শ্রেণী পেশার মানুষদেরকে এগিয়ে আসার আহবান জানান।

সভাপতির বক্তব্য বোরহানউদ্দিন সাংস্কৃতিক সংসদ এর আহবায়ক ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাসনাইন বলেন, আমাদের সকল কার্যকলাপ ও সংস্কৃতিই হচ্ছে ইসলামি সংস্কৃতি। যা আদি পিতা আদম ( আঃ) থেকে সর্বশেষ নবী ও রাসুল হযরত মুহাম্মদ (সাঃ) পর্যন্ত ধারাবাহিকভাবে চলে আসছে। আর আমাদের বিপরীতে যা কিছু আছে তা হলো অপসংস্কৃতি। জুলাই ২৪ বিপ্লবের মাধ্যমে এ দেশ থেকে সকল অপসংস্কৃতি দুর হতে চলছে। সুতরাং আমাদেরকে এই বিপ্লব কাজে লাগাতে হবে। অতঃপর তিনি অনুষ্ঠানে আমন্ত্রিত ও সহযোগী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট সংগীত শিল্পী এ্যাড. রোকনুজ্জামান, বরিশালের মেসেঞ্জার কালচারাল গ্রুপ, আল-হেরা শিল্পী গোষ্ঠী, দ্বীপাঞ্চল শিল্পীগোষ্ঠী, বিশিষ্ট কারী এনায়েতুল্লাহ সাইফী সহ স্থানীয় শিল্পীরা ইসলামী সংগীত, দেশাত্মবোধক গান ও দ্রোহের গান পরিবেশন করেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ