শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেল ইসরায়েলি সেনারা ভাঙ্গায় ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ‘আর্থ-সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দূর করতে সিরাতের বাস্তবায়ন জরুরি’ খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে পীর সাহেব চরমোনাইয়ের আহ্বান খুরশিদ আলম কাসেমীর বাবার ইন্তেকাল, বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিবের শোক ‘অভিভাবকরা স্কুল বাদ দিয়ে কওমি মাদরাসার দিকে ঝুঁকছেন’ চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার

অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

জনপ্রিয় ইসলামি সংগীত সংগঠন কলরবের পরিচিত মুখ মুহাম্মদ বদরুজ্জামানের কণ্ঠে ‘মিছে দুনিয়া’ শিরোনামে মরমি গজল রিলিজ হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টা ২৭ মিনিটে ইসলামি সংগীত শিল্পীগোষ্ঠী কলরবের ইউটিউব চ্যানেল হলি টিউনে রিলিজ হয় এ সংগীত।

ভিডিওতে দেখা গেছে কিংবদন্তি অভিনেতা আবুল হায়াতকে। একটি বাড়ির পর্যায়ক্রমে ৩ প্রজন্মের মালিক হওয়া গল্পে প্রথম পুরুষ হিসেবে এতে অভিনয় করেছেন বরেণ্য এ শিল্পী। আবুল হায়াতের সঙ্গে এতে আরও অভিনয় করেছেন নাট্য মিডিয়ার জনপ্রিয় মুখ রকি খান ও তারেক জামানসহ অন্যান্যরা।

এর আগে উত্তরার একটি শ্যুটিং হাউজে মিছে দুনিয়া গজলের ভিডিও নির্মাণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

গজলটির কথা লিখেছেন গীতিকার হোসাইন নুর। সুর করেছেন মুহাম্মদ বদরুজ্জামান। ভিডিও বানিয়েছেন জনপ্রিয় নির্মাতা ইয়ামিন এলান। তানজিম রেজার সংগীত পরিচালনায় গজলটি

প্রথমবারের মতো ইসলামি গানে অভিনয় প্রসঙ্গে অভিনেতা আবুল হায়াত বলেন, গানটির বিষয়বস্তু, সুর এবং গায়কী আমার ভালো লেগেছে তাই এতে সম্পৃক্ত হয়েছি। বাস্তবতা হল, পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকবো না। সবাইকে চলে যেতে হবে। ক্ষণিকের সুখের জন্য সারাক্ষণ ধন সম্পদের পেছনে না দৌড়িয়ে নানামুখী ভালো কাজ করতে হবে আমাদের।

তিনি আরও বলেন, এ গানটি ধর্ম বর্ণ নির্বেশেষে সকলের জন্য শিক্ষণীয়।

এ প্রসঙ্গে গানটির সুরকার ও গায়ক শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান এক ফেসবুক স্ট্যাটাসে বিকাল সাড়ে তিনটায় সংগীতটি রিলিজ হওয়ার ঘোষণা দিয়ে বলেন, আমরা সবসময় চেষ্টা করি, আমাদের নাশিদের ভিডিও এমনভাবে তৈরি করতে, যা দেখে দর্শক উপকৃত হবে, কিছু শিখতে পারবে। শিক্ষণীয় ও সামাজিক নানা থিমে সাজানো হয়। মিছে দুনিয়া নাশিদের ভিডিওটি আমরা সেভাবে তৈরি করেছি।

তিনি বলেন, দুনিয়ায় আমরা যা কিছুই করিনা কেন, একদিন তা ছেড়ে আমাদের চলে যেতে হবে। একদিন নিশ্চিতই আমরা কেউ থাকব না, কিন্তু আমাদের গড়া সবকিছু থাকবে এবং অন্যরা তা ভোগ করবে। ভিডিওতে এ বিষয়টি তুলে ধরা হয়েছে চমৎকারভাবে।

সংগীত দেখতে লিংক:

শিল্পী আরও বলেন, অনেক বেশি শ্রোতাদের যেন আকৃষ্ট করে সেদিকে লক্ষ্য করে কিছু পরিচিত অভিনয়শিল্পীদের নেওয়া হয়েছে ভিডিওতে। এর প্রধান কারণ হলো, আমরা যাঁরা ইসলাম প্র্যাক্টিস করি বা ইসলাম নিয়ে চিন্তা করি, আখিরাতকে ভয় করি কমবেশি সবাই মরমি নাশিদ শুনি। কিন্তু এর বাইরে আরো অসংখ্য মানুষ আছে যারা আখিরাতকে স্মরণ করার সময় কম পান, তারা হয়তো বা আমাদের সাথে মিশেন না, আমাদের নাশিদও শুনেন না। এমনকি হয়তো হামদ/নাতও তাদের শোনা হয় না। এ নাশিদে যাদেরকে আমরা রেখেছি তাদের কারণে যদি বাইরের এমন কিছু মানুষ ভিডিওটি দেখে তাহলে তারা হয়তো এর থেকে শিক্ষা নিতে পারবে। এর মাধ্যমে তাদের মনে আখেরাতের কথা জাগ্রত হবে। আর তাতেই আমাদের সফলতা। এর জন্যই আমাদের সকল প্রচেষ্টা। মহান আল্লাহ আমাদের কাজগুলো কবুল করুন। আমিন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ