ইসলামি শ্রমনীতি চালুর দাবি জামায়াতে ইসলামী মহিলা বিভাগের
প্রকাশ:
৩০ এপ্রিল, ২০২৫, ০৪:৫২ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
নারী শ্রমিকদের মধ্যে বৈষম্য দূর করে ইসলামি শ্রমনীতি চালুর মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে দেশের শ্রমজীবী সমাজ তাদের হাতকে শক্তিশালী হাতিয়ারে পরিণত করবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দীকা। মহিলা বিভাগের সেক্রেটারি বলেন, দেশের প্রায় অর্ধেক নারী শ্রমিক আছে, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে অর্ধেকেরও বেশি নারী। এই নারী শ্রমিকদের অবস্থা আরও করুণ! এখনও নারী শ্রমিকরা ন্যায্য ভাতা পান না। বিবৃতিতে তিনি আরও বলেন, নারী-পুরুষ উভয়েই ন্যায্য অধিকার পাবে এটাই মে দিবসের দাবি। কল-কারখানা ও উৎপাদন সেক্টরগুলোতে মালিক শ্রমিক দ্বন্দ্ব প্রায় লেগেই থাকে। আন্দোলনরত শ্রমিকদের ছাঁটাই করতে দেখা যায় অনেক সময়। অন্যদিকে শ্রমিকরাও অধিকার আদায়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়ে থাকেন যা দুঃখজনক! এ ব্যাপারে মালিক শ্রমিকের দ্বন্দ্বের অবসান ঘটা আবশ্যক। অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দীকা বলেন, মালিক শ্রমিকের দ্বন্দ্বের অবসান ও শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সঠিক সমাধান রয়েছে ইসলামি শ্রমনীতিতে। শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের পাওনা পরিশোধ করার তাগিদ করেছেন রাসূল সা.। ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে উভয়ের জন্যই প্রকৃত কল্যাণ প্রতিষ্ঠিত হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার বিশেষ করে নারী শ্রমিকদের বৈষম্য দূর করে ইসলামী শ্রমনীতি চালুর মধ্যে দিয়ে একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে দেশের শ্রমজীবী সমাজ তাদের হাতকে শক্তিশালী হাতিয়ারে পরিণত করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। এমএইচ/ |