শ্রমিকের রক্ত ও ঘাম 
প্রকাশ: ০১ মে, ২০২৫, ০৪:৪৪ দুপুর
নিউজ ডেস্ক

|| মোহাম্মদ কুতুবউদ্দিন ||

 ভোরের সুরুজ রাতের আধার সরিয়ে 
 শ্রমিকের পদ ধুলিতে জানায় অভিবাদন
 মেখে দেয় আলোর প্রলেপ । 
 
 প্রভাতের গোলাপ কুয়াশার আস্তর বিদীর্ণ করে 
 ফোটে পবিত্র ঘ্রাণ ছড়িয়ে 
 শ্রমিকের যাত্রা পথে ।
 
 বিস্তীর্ণ ফসলের হলুদ মাঠ 
 সেজেগুজে নেচে উঠে 
 শ্রমিকের দু-ঠোঁটের বাঁকে 
 তৃপ্তির হাসির কামনায় ।
 
 আসমান ভেঙ্গে নেমে পড়ে 
 জলের ঝর্ণা 
 শ্রমিকের শুকনো চোখে নজর রেখে ।

সাগরের নাছোড় ঢেউ গুলো 
আছড়ে পড়ে নদীর বুকে 
শ্রমিকের ক্ষরতাপে জ্বলা
শরীর-মাঠ হবে উর্বর। 

দিনের সুরুজ গৌধুলী নামায় 
শ্রমিকের ক্লান্তির সুরতে 
চোখ রেখে বিশ্রামের আহবানে ।

প্রভাতের পাখিরা জেগে উঠে সরোবরে 
গায় রকমারি সুরে, সুরেলা গান 
শ্রমিকের মননে এনে দেয় 
খানিক আমেজ, এনে দেয় উচ্ছাস । 

পৃথিবীর এই সজ্জিত সাজ দাড়িয়ে 
শ্রমিকের রক্ত আর ঘামের বিসর্জন
যাহা কিছু আমান, যাহা কিছু ক্ষয় 
সব কিছুর ন্যায্য উত্তরাধিকার-
শ্রমিক আর শ্রমিকের রক্ত ও ঘাম । 

৩০-০৪-২০২৫

এমএইচ/