ভারত ও পাকিস্তান উভয় দেশকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন জমিয়ত মহাসচিব
প্রকাশ:
০৮ মে, ২০২৫, ১১:৪০ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ ফেসবুক পোস্টে লিখেন,"নিশ্চয়ই মহান আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেকে পছন্দ করেন না" সুতরাং কারো সীমা লঙ্ঘনকে সমর্থন কিংবা প্রশ্রয় দেয়ার প্রশ্নই আসে না। পাকিস্তান আর ভারতের মধ্যকার সংঘাত আরো তীব্রতা পেলে তাতে লাভ-ক্ষতি সবারই বিশ্লেষণ করা দরকার। তিনি আরো বলেন, ইসলাম শান্তি ও সম্প্রীতির কথা বলে,তাই আমরা যুদ্ধ নয় বরং শান্তিই চাই। ইতোমধ্যে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারবর্গের প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি। কাশ্মীর বিষয়ে মন্তব্য করে তিনি বলেন , কাশ্মীরের জনগণ তাদের প্রকৃত মর্যাদা ও অধিকার নিয়ে বেঁচে থাকার সুযোগ পাক আমরা তাই কামনা করি। সব পক্ষই সংযম ও সমাধানের পথে আসুক আমরা সেটাই প্রত্যাশা করি। এনএইচ/ |