বাজিতপুরে শুরু হচ্ছে হিফজ শিক্ষক প্রশিক্ষণ
প্রকাশ: ১৩ মে, ২০২৫, ০৯:০৮ রাত
নিউজ ডেস্ক

কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে অবস্থিত বাজিতপুর ইসলামী কমপ্লেক্স মাদরাসায় আগামী ২১ মে, বুধবার থেকে শুরু হচ্ছে ৭ দিনব্যাপী হিফয শিক্ষক প্রশিক্ষণ কোর্স। এই প্রশিক্ষণ কোর্সটি চলবে ২৭ মে মঙ্গলবার পর্যন্ত। এতে আবাসিক ও অনাবাসিক—দুইভাবে অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।

প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন উপমহাদেশের প্রখ্যাত হাকেজে কুরআন, উস্তাযুল হুফফাজ, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি শায়েখ আব্দুল হক সাহেব।

এছাড়াও প্রশিক্ষণ প্রদান করবেন—  হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষক হাফেয মাওলানা ক্বারী আবু সালেহ মোহা. মূসা, হাফেয মাওলানা মাসুদ কায়সার।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে শায়েখ আব্দুল হক সাহেব দা.বা.-এর স্বাক্ষরিত বিশেষ সনদপত্র প্রদান করা হবে। 

প্রশিক্ষণটি পরিচালনা করবেন বাজিতপুর ইসলামী কমপ্লেক্স মাদরাসা ও ইয়াতীমখানার পরিচালক মাওলানা মোহাম্মদ আব্দুস সোবহান আযহারী। 

প্রশিক্ষণে যারা অংশগ্রহণ করতে পারবেন: ছাত্র, শিক্ষক, হাফেয, মাওলানা, নাযেরা ও মক্তবের শিক্ষক, মসজিদের ইমাম ও মোয়াজ্জিনগণ।

ভর্তির তথ্য:

ভর্তি ফি ৫০০ ও খাবার বাবদ ৮০০ টাকা; মোট ১৩০০ টাকা।

প্রয়োজনীয় কাগজপত্র: 

সদ্য তোলা ২ কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি, এনআইডি/জন্মনিবন্ধন/চেয়ারম্যান সার্টিফিকেটের ফটোকপি

উল্লেখ্য, প্রশিক্ষণ চলাকালীন স্মার্ট/টাচ মোবাইল ব্যবহারে অনুমতি নেই তবে বিশেষ প্রয়োজনে নির্ধারিত সময়ে বাটন মোবাইল ব্যবহার করা যাবে
 
যাতায়াত ও যোগাযোগ:

ভৈরব থেকে সিএনজি বা তিশা বাসে, কটিয়াদী ও কিশোরগঞ্জ থেকে সিএনজিতে বাজিতপুর এসে রিকশাযোগে মাদরাসায় যাওয়া যাবে। জরুরি প্রয়োজনে এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে- 01766-529968, 01732-266098, 01781-271079