এবারও আস-সুন্নাহ বাস্তবায়ন করবে ‘সবার জন্য কুরবানী’ প্রকল্প
প্রকাশ:
১৪ মে, ২০২৫, ০১:২২ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
শিক্ষা, সেবা ও দাওয়াহ স্লোগানকে ধারণ করে এগিয়ে চলা আস-সুন্নাহ ফাউন্ডেশন এবারও দেশব্যাপী ‘সবার জন্য কুরবানী’ প্রকল্প বাস্তবায়ন করছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংস্থার এই প্রকল্পটি গত কয়েক বছর ধরে বেশ সাড়া ফেলেছে। বুধবার (১৪ মে) আস-সুন্নাহর ফেরিফায়েড ফেসবুক পেইজে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়েছে। ঘোষণাটি নিম্নে হুবহু তুলে ধরা হলো- আবার এই মানুষগুলো এমন এলাকায় বসবাস করেন, দারিদ্র্যপীড়িত অঞ্চল হওয়ায় সেসব জায়গায় খুব বেশি কুরবানীও হয় না। ফলে কুরবানীর গোশতও তাদের সবার কাছে পর্যাপ্ত পরিমাণে পৌঁছে না। তাই, কুরবানীর গোশতের সুষম বণ্টনের লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও আমরা আয়োজন করতে যাচ্ছি সবার জন্য কুরবানী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে শহরবাসীর কুরবানীর পশু উত্তরবঙ্গ-সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে জবাই করে অভাবীদের মাঝে এর গোশত বিতরণ করা হবে ইনশাআল্লাহ। কুরবানী এমন একটি ইবাদত, যা প্রতিনিধির মাধ্যমে সম্পাদন করা যায়। তাই, আপনি যদি চান, আমাদের মাধ্যমে আপনার পূর্ণ কুরবানী অথবা এর একটি অংশ প্রকৃত দুস্থের কাছে পৌঁছাক, তবে এই দায়িত্ব আমাদের হাতে অর্পণ করতে পারেন। অংশগ্রহণের জন্য শর্ত : হালাল উপার্জন থেকে কুরবানীর টাকা দিতে হবে। কোনোভাবেই এই শর্তের ব্যত্যয় করা যাবে না। আপনার পশুটি কোথায় এবং কখন কুরবানী হবে, তা এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ। ➤ ১টি গরু: ৯৮ হাজার টাকা (প্রসেসিং কস্টসহ)। অংশগ্রহণের পদ্ধতি: ➤ এই প্রজেক্টে অংশগ্রহণ করতে পারেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। অংশগ্রহণ করতে ক্লিক করুন: https://asf.sh/qrbni ব্যংক অ্যাকাউন্ট: A/c Name: As Sunnah Foundation বিকাশ-নগদ (মার্চেন্ট) 01897655735 (পেমেন্ট অপশন থেকে পাঠাতে হবে) As-Sunnah Foundation |