শ্রীমঙ্গলে মারকাযুল কুরআনে পুরস্কার ও অভিভাবক সভা অনুষ্ঠিত
প্রকাশ:
১৭ মে, ২০২৫, ০৩:৫৭ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মানসম্মত হিফজুল কুরআনের অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুল কুরআন মডেল মাদরাসার উদ্যোগে কৃতি শিক্ষার্থী শুভেচ্ছা পুরস্কার প্রদান ও অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭মে) সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোড (৪নং পুল) এলাকায় মাদরাসার পরিচালক হাফেয মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক হাফেজ মাওলানা আব্দুর রহিম আল আশজারীর সঞ্চালনায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নসিহত ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন মুফতি সিফাতুল্লাহ আল হাদী মাওলানা আব্দুল খালেক রাসেল, মাওলানা হাফিজুর রহমান প্রমূখ। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, তোফায়েল আহমদ রাজু, আব্দুল আউয়াল, হানিফ আহমদ, হেলাল আহমদ প্রমূখ। এ সময় তারা বলেন, আমাদের সন্তানদের এ অর্জন শুধু আমাদের একার নয়, বরং এটা মাদরাসার সম্মানিত শিক্ষকদেরও। মূলত আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আজকের এ অর্জন। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। মারকাযুল কুরআন তার লক্ষ্যপানে এগিয়ে যাক, সেই প্রত্যাশা। সভাপতির বক্তব্যে মাদরাসার পরিচালক হাফেয মাওলানা নূরুল ইসলাম বলেন, নিশ্চয়ই তোমাদের অভিভাবক অনেক স্বপ্ন নিয়ে তোমাদের এতটুকু নিয়ে এসেছেন, বাকি পথ টুকু ধারাবাহিক সফলতার মাধ্যমে এগিয়ে যেতে হবে। মহান রাব্বুল আলামিন তোমাদের সহায় হউক। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের এ অর্জনে অভিভাবকদেরও অগ্রণী ভূমিকা রয়েছে। মূলত মাদরাসার শিক্ষকবৃন্দ ও অভিভাবকদের সম্মিলনে আজকের এ অর্জন। পাশাপাশি অভিভাবকরা আরও সচেতন হবেন, আপনাদের সন্তানের শিক্ষা অর্জনে আপনাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। বাড়িতে গেলেও যেন তাদের পড়াশোনা বন্ধ না হয়ে যায়, সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। তাছাড়া মাদরাসার আইনকানুনের ব্যাপারেও সচেতন হবেন আশাবাদী। এ সময় হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ বোর্ডে মেধা তালিকায় ৩য় স্থান অধিকারী তানজিমুল হক তানিম, তানজিল সিদ্দিক সানী ও রাহিদুল ইসলাম এবং মাদরাসার প্রথম সাময়িক পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা পুরস্কার ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়। পাশাপাশি মাদরাসা শিক্ষকদের সেরা শিক্ষক সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রসঙ্গত, মারকাযুল কুরআন মাদরাসা একটি আন্তর্জাতিক হিফজুল কুরআন শিক্ষা প্রতিষ্ঠান। এখানে নুরানি বিভাগ, হিফজ (পুরুষ-মহিলা) ও জেনারেল বিভাগ চালু রয়েছে। যেখানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীরা অধ্যয়নরত আছে। আরএইচ/ |