নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে এনসিপির বিক্ষোভ
প্রকাশ:
২১ মে, ২০২৫, ০১:৩৭ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ের সামনে জড়ো হয়েছেন প্রায় তিন শতাধিক ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ বুধবার (২১ মে) বেলা ১২টা থেকে ইসির সামনে জড়ো হন তারা। এনসিপির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়। দুই দাবিতে তারা বিক্ষোভ করছেন। তারা নির্বাচন কমিশন পুনর্গঠন এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন আয়োজন করার দাবি জানান। বিক্ষোভ সমাবেশে এক পর্যায়ে আসেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, ‘আমরা আজকে স্থানীয় সরকার নির্বাচন ও ইসি পুনর্গঠনের দাবিতে এখানে একত্রিত হয়েছি। এ দাবিগুলো মূলত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। কিন্তু, আমরা বেশ কিছু দিন ধরে লক্ষ্য করছি নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। এ কারণে আমরা এখানে বিক্ষোভ করছি।’ এমএইচ/ |