সামরিক শক্তি অর্জনে ইসলামের দৃষ্টিভঙ্গি
প্রকাশ:
২২ মে, ২০২৫, ০৯:১২ সকাল
নিউজ ডেস্ক |
||||||||||||||||||||||||||||||
![]()
নাজমুল হাসান ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, যা কেবল ব্যক্তিগত নৈতিকতা ও আধ্যাত্মিকতা নয়, বরং রাষ্ট্র পরিচালনা, সমাজ গঠন ও নিরাপত্তার ক্ষেত্রেও সুস্পষ্ট নির্দেশনা প্রদান করে। আত্মরক্ষা ও উম্মাহর স্বাধীনতা রক্ষার জন্য সামরিক শক্তিকে ইসলাম অপরিহার্য বিবেচনা করে। যদিও ইসলাম আক্রমণাত্মক আগ্রাসনের বিপক্ষে, তবে প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে একটি সংগঠিত ও শক্তিশালী সামরিক কাঠামো গড়ে তোলার নির্দেশনা রয়েছে কোরআন-সুন্নাহতে। কোরআনে সামরিক প্রস্তুতির নির্দেশসুরা আনফালের ৬০ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা বলেন:
তাফসিরে ইবন কাসিরে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, “শক্তি বলতে বোঝায় এমন সব উপকরণ ও কৌশল, যা দিয়ে মুসলিম উম্মাহ শত্রুর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়।” ইমাম কুরতুবি বলেন, “এই আয়াতে স্পষ্টভাবে সামরিক প্রস্তুতির নির্দেশ রয়েছে। যুদ্ধবিদ্যা ও প্রতিরক্ষা কৌশল রপ্ত করা ইসলামের একটি আবশ্যিক অনুশীলন।” হাদিসে সামরিক প্রস্তুতির গুরুত্বরাসুলুল্লাহ (সা.) নিজ হাতে একাধিক যুদ্ধ পরিচালনা করেছেন এবং সাহাবিদের সর্বোচ্চ সামরিক প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। তিনি বলেন:
এই হাদিসগুলো সামরিক দক্ষতা রপ্ত করা ও তা বজায় রাখার ওপর ইসলামের বিশেষ গুরুত্ব প্রতিফলিত করে। সাহাবায়ে কিরামের দৃষ্টিভঙ্গিমহান সেনাপতি খালিদ ইবন ওয়ালিদ (রা.), যিনি ‘সাইফুল্লাহ’ নামে পরিচিত, যুদ্ধ প্রস্তুতিকে শুধুমাত্র সামরিক কৌশল হিসেবে নয়, বরং ঈমানী দায়িত্ব হিসেবে বিবেচনা করতেন। তিনি বলতেন,
উমর ইবনুল খাত্তাব (রা.) বলেন:
এই নির্দেশনা রাষ্ট্রীয় নিরাপত্তা গঠনের প্রাথমিক ভিত্তি হিসেবে কাজ করে। ইতিহাসের প্রেক্ষাপট ও আলেমদের মূল্যায়নখিলাফতের সোনালি যুগে মুসলিম সেনাবাহিনী ছিল বিশ্বের অন্যতম সুসংগঠিত ও প্রশিক্ষিত বাহিনী। খলিফা হারুনুর রশীদ তার সেনাবাহিনী এতটাই আধুনিক করেছিলেন যে বাইজেন্টাইন সাম্রাজ্য পর্যন্ত তাদের ভয়ে সন্ত্রস্ত থাকত। শায়খ আবুল হাসান আলী নদভী (রহ.) বলেন:
ড. ইউসুফ আল-কারাযাভী (রহ.) মন্তব্য করেন:
সমকালীন বাস্তবতা ও সামরিক শক্তিতে মুসলিম বিশ্বের অবস্থানআজকের বিশ্বে সামরিক শক্তি শুধু অস্ত্রভিত্তিক নয়। এর সঙ্গে প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, গোয়েন্দা দক্ষতা, মনস্তাত্ত্বিক কৌশল ও অর্থনৈতিক সক্ষমতাও অঙ্গাঙ্গিভাবে জড়িত। গ্লোবাল ফায়ার পাওয়ার ২০২৪ অনুযায়ী সামরিক শক্তিতে শীর্ষস্থানীয় মুসলিম দেশগুলো হলো:
কোরআন, হাদিস, সাহাবায়ে কিরাম এবং ইসলামী ইতিহাসে সামরিক প্রস্তুতির গুরুত্ব অত্যন্ত স্পষ্ট। এটি কেবল প্রয়োজনের মুহূর্তে ব্যবহারযোগ্য নয়, বরং ইসলামি জীবনব্যবস্থার একটি স্থায়ী ও কোরআননির্দেশিত কর্তব্য।আজকের মুসলিম রাষ্ট্রগুলোর উচিত প্রযুক্তিনির্ভর সামরিক দক্ষতা অর্জন, গবেষণায় বিনিয়োগ, এবং যৌথ প্রতিরক্ষা জোট গঠন করে বিশ্বে ন্যায়ের ভারসাম্য প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখা। এই প্রস্তুতিই হবে আত্মরক্ষার পবিত্র দায়িত্ব পালনের পথ এবং ইসলামের শান্তিপূর্ণ আদর্শের রক্ষাকবচ। এনএইচ/ |