নিজ স্বার্থে আপনারাই জুলাইকে ধ্বংস করেছেন : হান্নান মাসউদ
প্রকাশ:
২২ মে, ২০২৫, ০৮:০০ রাত
নিউজ ডেস্ক |
![]()
জাতীয় নাগরিক পার্টির নেতা আব্দুল হান্নান মাসউদ বলেছে, ‘বহুবার বলেছি ঐক্য বিনষ্ট করবেন না, উপরন্তু শুধু দেখেছি স্বেচ্ছাচারিতা আর অহংকার। নিজ স্বার্থে আপনারাই জুলাইকে ধ্বংস করেছেন।’ বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। এনসিপির এ নেতা বলেন, ‘বারবার অপ্রিয় কথাগুলো বলায় সব ক্ষেত্রেই হয়েছি কোণঠাসা। প্রত্যেককেই হিসাব দিতে হবে, জুলাইয়ের হিসাব। মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছি বহুবার, জুলাইয়েও হয়েছি এখনো হচ্ছি।’ ‘কিন্তু ঠিকই আসিফ মাহমুদ, কিংবা মাহফুজ, হাসনাত কিংবা হান্নান সবাইকেই টার্গেট করা হয়েছে। আপনারা যেভাবেই উপস্থাপন করেন না কেন দেশের পুনঃক্রান্তিলগ্নে গুলির সামনে দাঁড়ানো প্রথম সারিতে খুঁজে নিয়েন। এসএকে/ |