চবিতে কওমী স্টুডেন্টস নেটওয়ার্কের যাত্রা, সভাপতি আতহার নূর
প্রকাশ: ২২ মে, ২০২৫, ০৮:২৭ রাত
নিউজ ডেস্ক

সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কওমী মাদ্রাসা পটভূমি থেকে আগত মেধাবী শিক্ষার্থীদের অধিকার, প্রতিনিধিত্ব ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কওমী স্টুডেন্টস নেটওয়ার্ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, একটি অরাজনৈতিক, সামাজিক ও অলাভজনক সংগঠন হিসেবে।

বৃহস্পতিবার (২২ মে ২০২৫) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত এক বৈঠকে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে গোপন ব্যালটের মাধ্যমে সংগঠনের আংশিক কমিটি নির্বাচন সম্পন্ন হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন এম. আতহার নূর (শিক্ষার্থী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, সেশন: ২০১৯-২০), এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মুহাম্মাদ কুতুব উদ্দিন (শিক্ষার্থী, ইসলামী স্টাডিজ বিভাগ, সেশন: ২০১৯-২০)।

উক্ত বৈঠকে আগামী দশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। একইসঙ্গে সংগঠনের কার্যক্রম আরও পরিকল্পিত ও দিকনির্দেশনামূলকভাবে পরিচালনার লক্ষ্যে একটি উপদেষ্টা পরিষদ গঠন করার সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে।

প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কওমী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব ও স্বার্থরক্ষা নিশ্চিত করা, দাওয়াতি, সামাজিক, কল্যাণমূলক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা, পাশাপাশি কওমী মাদ্রাসাগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করাই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে তুলে ধরা হয়েছে।

নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, কওমী স্টুডেন্টস নেটওয়ার্ক কেবল কওমী শিক্ষার্থীদের জন্য একটি প্ল্যাটফর্ম নয়; বরং এটি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সচেতনতা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি শক্তিশালী উদ্যোগ হিসেবে কাজ করবে।

এমএইচ/