হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মাওলানা আবু তাহের রাহমানী
প্রকাশ:
২৫ মে, ২০২৫, ০২:০৯ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
বিশিষ্ট আলেম, লেখক ও রাজধানীর মাদরাসাতুস সুফফা আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবু তাহের রাহমানী হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২৪ মে) বিকেল হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়লে তাঁকে রাজধানীর শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. মাকসুমুল হকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তাঁর এনজিওগ্ৰাম সম্পন্ন হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী করণীয় ঠিক করবেন চিকিৎসকরা। মাওলানা আবু তাহের রাহমানীর ছোট ভাই মাওলানা জুবায়ের রাহমানী আওয়ার ইসলামকে জানান, তিনি দীর্ঘদিন ধরেই হৃদরোগজনিত সমস্যায় ভুগছেন। তাঁর হৃদযন্ত্র পুরোপুরি কাজ করে না। জুবায়ের রাহমানী তাঁর বড় ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। এদিকে মাদরাসাতুস সুফফাহ আল ইসলামিয়ার পক্ষ থেকে প্রতিষ্ঠানটির প্রাক্তন তালিবুল ইলম, সম্মানিত অভিভাবক, শুভানুধ্যায়ী এবং মাওলানা আবু তাহের রাহমানীর ঘনিষ্ঠ সবার কাছে আন্তরিকভাবে দোয়া চাওয়া হয়েছে। মাওলানা আবু তাহের রাহমানী একজন খ্যাতিমান আলেম ও লেখক। তিনি আদিব হুজুর খ্যাত মাওলানা আবু তাহের মেসবাহর ঘনিষ্ঠ ছাত্র। কামরাঙ্গীরচরের মাদরাসাতুল মদিনার প্রথম দিকের উস্তাদও। মাওলানা আবু তাহের রাহমানীর অন্য তিন ভাইও নিজ নিজ অঙ্গনে বেশ পরিচিত। তারা হলেন মাওলানা আবু সালেহ রাহমানী, মাওলানা শিবলী রাহমানী ও মাওলানা জুবায়ের রাহমানী। এসএকে/ |