পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনের সঙ্গে শায়খে চরমোনাইয়ের একাত্মতা
প্রকাশ:
২৫ মে, ২০২৫, ০৫:১৩ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
সাত দফা দাবিতে জাতীয় শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা যে আন্দোলন করছেন এর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। রোববার (২৫ মে) বিকেলে তিনি স্বশরীরে সেখানে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। এ সময় তিনি জানান, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের এই আন্দোলন যৌক্তিক। তাদের দাবিগুলো মেনে নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, হয়রানি বন্ধ, মামলা প্রত্যাহারসহ সাত দফা দাবিতে সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন। রোববার (২৫ মে) পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। বিদ্যুৎসেবা চালু রেখে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচিতে যোগ দিয়েছেন কয়েকশ কর্মকর্তা-কর্মচারী। ৭ দফা দাবি হলো- ১. পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের ফ্যাসিবাদী কায়দায় দমন-পীড়নের মাধ্যমে কর্মপরিবেশ অস্থিতিশীলকারী, অত্যাচারী আরইবি চেয়ারম্যানের অপসারণ। এমএইচ/ |