ফরিদাবাদ মাদরাসার ৭০ বছর পূর্তি ও দস্তার-এ-ফজিলত ২১ ও ২২ নভেম্বর
প্রকাশ:
০৬ জুলাই, ২০২৫, ০৯:৫৫ রাত
নিউজ ডেস্ক |
![]()
মুহাম্মাদ যায়েদ খান ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার ৭০ বছর পূর্তি ও দস্তার-এ-ফজিলত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২১ ও ২২ নভেম্বর। রাজধানীর ধূপখোলা মাঠে এ সম্মেলনের অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ ৬ জুলাই জামিয়ায় অনুষ্ঠিত হয় ফুযালা সম্মেলন। মূল অনুষ্ঠানকে সামনে রেখেই ফুযালাদের নিয়ে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে ঘোষণা করা হয়, আসন্ন ৭০ বছর পূর্তি ও দস্তার-এ-ফজিলত সম্মেলনের সম্ভাব্য নাম হবে “তানযীমে আবনায়ে জামিয়া ফরিদাবাদ”। সম্মেলন সফল করার জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করবেন জামিয়ার ফুযালা ও আবনায়ে জামিয়া। এর জন্য দুটি ফান্ড চালু করা হবে: ১. নিবন্ধন ফি ফান্ড — ২০০০ টাকা সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনায় ইতোমধ্যে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে প্রতিষ্ঠাকাল থেকে ১৪৩২ হিজরি (২০১২ ঈ) পর্যন্ত প্রতি বছরের ৩ জন এবং ১৪৩৩ হিজরি (২০১৩ ঈ.) থেকে বর্তমান সাল পর্যন্ত প্রতি বছরের ৫ জন করে প্রতিনিধি রয়েছেন। কেন্দ্রীয় কমিটির অধীনে জেলা ভিত্তিক এবং সালওয়ারি বিভাগীয় কমিটিও গঠন করা হবে। সম্মেলন বাস্তবায়ন কমিটিতে রয়েছেন: প্রধান: মুফতি ইউনুস সম্মেলনে পাকিস্তান, ভারত, সৌদি আরব ও মিশর থেকে প্রায় দশজন শায়খকে আমন্ত্রণ জানানো হবে বলে আয়োজকরা জানিয়েছেন। প্রায় ২০ হাজার আবনায়ে জামিয়া এতে উপস্থিত থাকার প্রত্যাশা করা হচ্ছে। আয়োজকরা সবাইকে সম্মেলন সফল করার জন্য আন্তরিক দোয়া ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন। আবনায়ে ফরিদাবাদ ২০২৪ এমএইচ/ |