দাওয়াতুস সুন্নাহ’র আয়োজনে মাধবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
প্রকাশ:
২০ জুলাই, ২০২৫, ০৮:৩৯ রাত
নিউজ ডেস্ক |
![]()
দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ-এর উদ্যোগে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মৌজপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। শনিবার (১৯ জুলাই) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আশরাফুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পে প্রায় তিন শতাধিক নারী, পুরুষ ও শিশুদেরকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। ক্যাম্পটির উদ্বোধন করেন দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের হবিগঞ্জ জেলার মুরুব্বী ও আশরাফুল উলুম মাদ্রাসার পরিচালক, আল্লামা আহমদ শফী রহ. এর খলীফা মাওলানা মনিরুজ্জামান সাহেব। চিকিৎসাসেবা প্রদান করেন মেডিসিন, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. এম শিহাব উদ্দিন ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. শরীফ মো. আল আমিন রেজা। ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বেচ্ছাসেবক ছিলেন মাওলানা মোহাম্মদ মেহদি, মোহাম্মদ এজাজ, মোহাম্মদ সিয়াম, মোহাম্মদ দ্বীন ইসলাম এবং মোহাম্মদ আব্দুস সালাম। দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের পরিচালক মুফতি জুবায়ের বিন আব্দুল কুদ্দুস বলেন, “আলহামদুলিল্লাহ! এটি আমাদের তৃতীয় মেডিকেল ক্যাম্প। এই ক্যাম্পের মাধ্যমে আমরা মাধবপুরের মৌজপুর গ্রামে দারিদ্র, অভাবী ও অসহায় মানুষের কাছে মানবিক সেবা পৌঁছাতে পেরেছি। এটি আমাদের জন্য গর্বের বিষয়।” তিনি আরও বলেন, “আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আশরাফুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মনিরুজ্জামান সাহেব, সম্মানিত চিকিৎসকবৃন্দ, আমাদের যুবক ভাইদের, মাদ্রাসার ছাত্র-শিক্ষক এবং স্থানীয় জনগণের প্রতি, যারা অক্লান্ত পরিশ্রমে এই মেডিকেল ক্যাম্প সফল করেছেন। আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই মহৎ কাজের তাওফিক দিয়েছেন। আমরা সবার কাছে দোয়া কামনা করি, যেন আমরা আরও বৃহৎ পরিসরে মানবিক ও দাওয়াতি কাজ পরিচালনা করতে পারি।” এই ক্যাম্পের মাধ্যমে দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এমএইচ/ |