বাজারে যাওয়ার পর যে দোয়া পড়বেন
প্রকাশ: ২৯ জুলাই, ২০২৫, ০৮:৫৫ সকাল
নিউজ ডেস্ক

দোয়া ইবাদতের মূল—এমন ঘোষণা দিয়েছেন প্রিয় নবী মুহাম্মদ (সা.)। জীবনের প্রতিটি ক্ষেত্রেই তিনি আমাদের দোয়ার শিক্ষা দিয়েছেন, এমনকি ছোট ছোট বিষয়েও। তারই ধারাবাহিকতায় রয়েছে বাজারে প্রবেশের সময় পাঠ করার জন্য বিশেষ একটি দোয়া।

আরবি:

لَا إِلٰهَ إِلَّااللّٰهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، يُحْيِيْ وَيُمِيْتُ، وَهُوَ حَيٌّ لَا يَمُوْتُ، بِيَدِهِ الْخَيْرُ، وَهُوَ عَلٰی كُلِّ شَيْءٍ قَدِيْرٌ।

উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ি ওয়া ইউমীতু, ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামূতু, বিয়াদিহিল খাইরু, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর।

অর্থ: আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তাঁর কোনো অংশীদার নেই, রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসা তাঁর জন্য, তিনিই জীবন ও মৃত্যু দান করেন। তিনি চিরঞ্জীব, কখনো মৃত্যুবরণ করেন না, তাঁর হাতেই সমস্ত কল্যাণ, এবং তিনিই সব কিছুর ওপর সর্বশক্তিমান।

এই দোয়ার ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, বাজারে প্রবেশের সময় কেউ যদি এই দোয়া পাঠ করে, আল্লাহ তার জন্য এক লাখ নেকি লিখে দেন, তার এক লাখ গুনাহ মাফ করে দেন এবং জান্নাতে তার জন্য একটি প্রাসাদ তৈরি করেন। (তিরমিজি ৩৪২৮; ইবনে মাজাহ ৩৮৬০; হাকেম ১/৫৩৮)

এনএইচ/