মিরপুরে মুন্সিবাড়ী জামে মসজিদে ইমাম নিয়োগ
প্রকাশ:
২৯ জুলাই, ২০২৫, ০৫:৪৮ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
রাজধানীর মিরপুরে অবস্থিত মুন্সিবাড়ী জামে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য একজন যোগ্য ইমাম নিয়োগ দেওয়া হবে। মসজিদ কর্তৃপক্ষের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগ্রহী প্রার্থীদের অবশ্যই হাফেজ ও মাওলানা হতে হবে এবং তেলাওয়াত সুন্দর ও তারতীলসম্মত হতে হবে। এছাড়াও, খতিব ও মুয়াজ্জিন অনুপস্থিত থাকলে তাদের দায়িত্বও পালন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ইমামের মাসিক বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন মসজিদের দায়িত্বশীলরা। আগ্রহী প্রার্থীদেরকে আগামী ৭ আগস্ট, বৃহস্পতিবার আছরের নামাজের পর সরাসরি মসজিদে উপস্থিত হয়ে সাক্ষাৎ করতে বলা হয়েছে। সাক্ষাৎকালে সঙ্গে আনতে হবে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের একটি ছবি ও আবেদনপত্র। যোগাযোগের ঠিকানা: যোগাযোগ: এমএইচ/ |