ইয়েমেনের হামলা ঠেকাতে আবারও ব্যর্থ ইসরায়েল
প্রকাশ:
৩১ জুলাই, ২০২৫, ০৬:৩৮ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
ইয়েমেনের হামলার কারণে ইসরায়েলি সরকারের জন্য আবারও চিন্তার মুহূর্ত এসেছে। একের পর এক ড্রোন এবং মিসাইল হামলা চালিয়ে ইয়েমেনের বিদ্রোহীরা ইসরায়েলকে অস্থির করে রেখেছে। সম্প্রতি বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালিয়েছে, যার মধ্যে ৫টি ড্রোন ব্যবহৃত হয়েছে। এক বিবৃতিতে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী জানায়, প্রথম হামলায় ইসরায়েলের অধিকৃত ইয়াফা এলাকায় দুটি ড্রোন দিয়ে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। দ্বিতীয় ও তৃতীয় হামলায় যথাক্রমে আসকেলন ও নেগেভ অঞ্চলের ইসরায়েলি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে আরও ৩টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। বিবৃতিতে দাবি করা হয় যে, সব অভিযানই সফল হয়েছে। তারা আরও জানায়, যতদিন পর্যন্ত গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হবে এবং অবরোধ না তোলা হবে, ততদিন হামলা অব্যাহত থাকবে। এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে। এর আগে, ইয়েমেনের বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানের নতুন ধাপ শুরু করার ঘোষণা দিয়েছিল। তারা জানিয়েছে, এখন থেকে যেসব জাহাজ ইসরায়েলি বন্দর ব্যবহার করবে, সেসব কোম্পানির মালিকানাধীন জাহাজগুলোও তাদের সম্প্রসারিত নৌ অবরোধের আওতায় আনা হবে। এমএইচ/ |