ইউক্রেনের রাজধানীতে ভয়াবহ রুশ হামলায় নিহত ২৬, শিশু নিহত তিন
প্রকাশ: ০১ আগস্ট, ২০২৫, ০৩:৩৬ দুপুর
নিউজ ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার চালানো ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে তিন শিশু, যাদের মধ্যে একজনের বয়স মাত্র দুই বছর।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৩১ জুলাই) দিনের এই হামলায় আরও অন্তত ১৫৯ জন আহত হয়েছে, যাদের মধ্যে ১৬ জন শিশু। শুরুতে নিহতের সংখ্যা ১৬ জন হিসেবে জানানো হলেও, শুক্রবার ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ১০টি মরদেহ উদ্ধারের পর চূড়ান্ত সংখ্যা ২৬-এ পৌঁছায়।

এই হামলাকে সাম্প্রতিক সময়ে কিয়েভে সবচেয়ে প্রাণঘাতী আক্রমণ বলে অভিহিত করছে স্থানীয় প্রশাসন। শহরজুড়ে শোক ঘোষণা করা হয়েছে এবং উদ্ধার অভিযান এখনও চলমান।

একই দিন ভোরে দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলেও রাশিয়ার আরেকটি হামলায় একজন নিহত হন।

ঘটনার পরপরই এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানান, যেন তারা রাশিয়ায় ‘শাসন পরিবর্তন’ আনার উদ্যোগ গ্রহণ করে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার হামলাকে ‘ঘৃণ্য’ বলে উল্লেখ করে বলেন, মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আসছে। রাশিয়াকে ১০ থেকে ১২ দিনের মধ্যে আগ্রাসন বন্ধে আল্টিমেটামও দিয়েছেন তিনি। অন্যথায়, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এসএকে/