বিশিষ্ট দাঈ ও বুজুর্গ মাওলানা ওয়াজিহুল্লাহ রহ.-এর জীবনী প্রকাশিত হচ্ছে শিগগির
প্রকাশ: ০২ আগস্ট, ২০২৫, ০৯:১৭ সকাল
নিউজ ডেস্ক

তাবলিগ জামাতের বিশিষ্ট মুরব্বি, প্রচারবিমুখ দাঈ ও বুজুর্গ আলেম মাওলানা ওয়াজিহুল্লাহ রহ.-এর জীবন ও কর্মের ওপর একটি গ্রন্থ প্রকাশিত হচ্ছে শিগগির।

মরহুমের বড় ছেলে ও দীনিয়াত বাংলাদেশের প্রধান মুফতি সালমান আহমদের তত্ত্বাবধানে বইটি সংকলন করেছেন তরুণ লেখক উমারা হাবীব। সম্পাদনা করেছেন আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব।

খোঁজ নিয়ে জানা গেছে, বিশিষ্ট এই দাঈ আলেমের জীবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন দিকের ওপর ফোকাস করে গ্রন্থটি রচনা করা হয়েছে। সেখানে তার মূল্যবান কারগুজারিও স্থান পেয়েছে। বইটির শেষ মুহূর্তের ঘষামাজার কাজ চলছে। শিগগির বইটি পাঠকের হাতে পৌঁছবে বলে আশা করা যাচ্ছে।

১ আগস্ট শুক্রবার সন্ধ্যায় আওয়ার ইসলাম কার্যালয়ে শেষ মুহূর্তের সম্পাদনার কাজ শুরু হয়। চলে গভীর রাত পর্যন্ত। সম্পাদনা বৈঠক আজ উপস্থিত ছিলেন মুফতি সালমান আহমাদ, মুফতি সোহাইল আহমাদ ও মুফতি মাসুম আহমাদ। তারা ৩ জনই মাওলানা ওয়াজিহুল্লাহর সন্তান। তারা গ্রন্থটির সম্পাদক হুমায়ুন আইয়ুবকে নানা তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন।

জানা গেছে, যাদের হাত ধরে এদেশে তাবলিগ জামাতের বিকাশ তাদের একজন মাওলানা ওয়াজিহুল্লাহ রহ.। তিনি নিজের পুরো জীবন ওয়াকফ করে দিয়েছিলেন দীনের দাওয়াতের কাজে। জীবনের সিংহভাগ সময় কেটেছে মসজিদ-মাদরাসা আর তাবলিগ জামায়াতে। নবীওয়ালা এই কাজকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার মহান মিশনকে নিজের জীবনের ব্রত বানিয়েছিলেন মাওলানা ওয়াজিহুল্লাহ রহ.। এজন্য ঢাকার কাকরাইল থেকে দিল্লির নিজামুদ্দীন, মদিনার তাবলিগ মারকাজ থেকে মরক্কোর মসজিদের বারান্দাই ছিল তাঁর ঠিকানা। আল্লাহর পথে নিজেকে এতোটা বিলিয়ে দেওয়ার মতো মানুষ এই যুগে খুঁজে পাওয়া মুশকিল।

দীনের এই দাঈ তাঁর বর্ণাঢ্য জীবনে বহু মহান বুজুর্গের সান্নিধ্য পেয়েছেন। যাদের নাম শুনলে ভক্তি-শ্রদ্ধায় আমাদের মাথা নুইয়ে আসে তিনি তাদের সঙ্গে কাটিয়েছেন বছরের পর বছর। আকাবির আসলাফের একান্ত সান্নিধ্য তাঁর জীবনকে করেছে সার্থক। তিনি তাঁর জীবনকে পূর্বসূরিদের ছাঁচে গড়ে তুলেছিলেন। সুন্নতি ও নবীওয়ালা জীবনের উদাহরণ ছিলেন বিশিষ্ট এই মুবাল্লিগ। তাঁর জীবনের গল্প-অনুগল্প আর জীবন্ত কারগুজারি নিয়েই সাজানো হয়েছে গ্রন্থটি।

আরএইচ/