মাওলানা ইমদাদুল হক রহ. এর মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ: ০২ আগস্ট, ২০২৫, ০৯:২৯ সকাল
নিউজ ডেস্ক

৩০ জুলাই ২০২৫ ইংরেজি, বুধবার সকাল ১১টায় মাদরাসাতুল আতহার দামিহা বাজার মিলনায়তনে মরহুম মাওলানা ইমদাদুল হক রহ. এর মাগফিরাত কামনায় এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক, মাদরাসাতুল আতহারের প্রতিষ্ঠাকালীন শিক্ষা সচিব ও সিনিয়র মুদাররিস, এবং ইমাম উলামা পরিষদ কিশোরগঞ্জ দামিহা ইউনিয়ন শাখার সভাপতি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসাতুল আতহারের প্রতিষ্ঠাতা পরিচালক ও বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা জুবায়ের আহমাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা ও ইমাম উলামা পরিষদ তাড়াইল উপজেলা শাখার সভাপতি শায়খুল হাদীস আল্লামা ফয়জুদ্দীন (দা.বা.)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল মোমেন শেরজাহান, মাওলানা আইনুল ইসলাম সাধারণ সম্পাদক মুফতী ইলিয়াস কাসেমী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা উসমান গনী কাগজী, খেলাফত মজলিস, কিশোরগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক  হাফেজ এমদাদুল্লাহ,

আলোচনা সভাটি পরিচালনা করেন মুফতী এনায়েতুল্লাহ আল মুজতাবা। স্মৃতিচারণমূলক বক্তব্য পেশ করেন—মাওলানা ফখরুদ্দীন, মাওলানা আব্দুল হাই, মাওলানা মুস্তফা হোসাইন, মাওলানা মতিউর রহমান, মাওলানা বুরহানুদ্দীন আহমাদ (ইছাপশর), মাওলানা বুরহানুদ্দীন (মোজাফফরপুর), মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা তানভীর আহমাদ, মাওলানা আজহার উদ্দীন, মাওলানা হাবীবুর রহমান, মাওলানা বিলাল হোসাইন, মাওলানা নাজিমুদ্দিন, মাওলানা আতীকুল ইসলাম, মাওলানা হাবীবুল্লাহ এবং মুফতী যুবায়ের আহমদ, মরহুমের বড় ছেলে মাওলনা যায়েদ হাসান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আল মামুন প্রমুখ।

এছাড়াও মরহুমের উস্তাদ, ছাত্র, বন্ধু-বান্ধব, আত্মীয়-সজন ও দ্বীনী কাজের সহযোদ্ধা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাওলানা ইমদাদুল হক রহ. ছিলেন একজন আদর্শ আলিম, মুখলিস সমাজসেবক, নিষ্ঠাবান সংগঠক ও নিরলস রাজনীতিক। তিনি ছাত্রজীবন থেকেই বাংলাদেশ ছাত্র মজলিসের মাধ্যমে ইসলামী রাজনীতির পথে যাত্রা শুরু করেন এবং আমৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের আদর্শের প্রতি অবিচল ছিলেন। তাঁর সহপাঠী ও আজীবন ঘনিষ্ঠ সহযোগী মাওলানা জুবায়ের আহমাদের পাশে থেকে তিনি মাদরাসাতুল আতহারের উন্নয়নে নিজেকে উৎসর্গ করেছিলেন। তাঁর জীবনের প্রতিটি অধ্যায়ে ইখলাস, ইস্তিকামাত ও আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে।

আলোচনা শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

আরএইচ/