হলুদ শুধু রাঙায় না, অনেক উপকারীও
প্রকাশ:
০২ আগস্ট, ২০২৫, ১২:১৪ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
মুহাম্মদ মিজানুর রহমান হলুদ আমাদের রান্নাঘরের পরিচিত একটি মসলা, যা শুধু খাবারকে রঙিনই করে না, বরং তা লুকিয়ে রাখে অসংখ্য ওষুধি গুণ। হাজার বছর ধরে আয়ুর্বেদিক ও ইউনানী চিকিৎসায় হলুদ ব্যবহার হয়ে আসছে নানা রোগ প্রতিরোধে। হলুদের উপকারিতা: ১. প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক: হলুদের প্রধান উপাদান ‘কারকিউমিন’ শক্তিশালী অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ভাইরাল। ঠান্ডা, সর্দি, গলা ব্যথায় গরম দুধের সঙ্গে হলুদ উপকারী। ২. প্রদাহ ও ব্যথা কমাতে সহায়ক: গাঁটে ব্যথা, আর্থরাইটিস বা যেকোনো ধরণের প্রদাহে হলুদের নিয়মিত সেবনে উপশম ঘটে। ৩. রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়: হলুদ শরীরের ইমিউন সিস্টেমকে সক্রিয় করে তোলে। নিয়মিত সেবনে নানা সংক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলে। ৪. হজমে সাহায্য করে: হলুদ হজম শক্তি বাড়ায় এবং গ্যাস, বদহজম কমাতে কার্যকর। ৫. চর্মরোগের প্রাকৃতিক ওষুধ: হলুদে রয়েছে অ্যান্টিসেপ্টিক উপাদান, যা ব্রণ, একজিমা, ফুসকুড়িতে উপশম দেয়। মুখে হলুদ বাটা লাগালে ত্বক উজ্জ্বল হয়। ৬. ক্যান্সার প্রতিরোধে সহায়ক: গবেষণায় দেখা গেছে, হলুদের কারকিউমিন উপাদান কোষে অস্বাভাবিক বৃদ্ধিকে দমন করতে সাহায্য করে। ৭. হৃদরোগ ও ডায়াবেটিসে উপকারী: হলুদ রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায় এবং ইনসুলিন সংবেদনশীলতা বাড়িয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। সতর্কতা: হলুদ যতই উপকারী হোক, অতিরিক্ত সেবনে ক্ষতি হতে পারে। গ্যাস্ট্রিকের রোগী বা গর্ভবতী নারীদের ডাক্তারের পরামর্শে গ্রহণ করা উচিত। আরএইচ/ |