গণকবরে ১১৪ জুলাই শহীদের মরদেহ রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ:
০২ আগস্ট, ২০২৫, ০৪:২৩ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে অজ্ঞাত ১১৪ জন জুলাই শহীদের গণকবর রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পরিবার চাইলে ১১৪ জুলাই শহিদের মরদেহ গণকবর থেকে তোলা হবে। ডিএনএ টেস্ট করে পরিচয় শনাক্তের পর তাদের কাছে হস্তান্তর করা হবে আজ শনিবার রাজধানীর রায়েরবাজার কবরস্থানে গিয়ে গণকবর পরিদর্শন করার পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এ সময় আন্দোলনে নিহতদের কবর পরিদর্শন করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এই কবরস্থানে ১১৪ জনের গণকবর রয়েছে, যাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগে নিহতদের পরিবারের লোকজন রাজি না থাকলেও এখন তারা শনাক্তে রাজি হয়েছেন। এজন্য আমরা মরদেহের ডিএনএ শনাক্তের প্রক্রিয়া শুরু করেছি। এরপর পরিবার চাইলে লাশ এই কবরস্থানে রাখতে পারবে, আবার অন্যত্রও সরিয়ে নিতে পারবে।’ রায়েরবাজার কবরস্থানের নির্মাণকাজে দুর্নীতির খবর পাওয়া গেছে উল্লেখ করে এ সময় সাংবাদিকদের উদ্দেশে বলেন, 'আপনারা দেখতেই পাচ্ছেন নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রী—ইট, সুড়কির মান খুবই খারাপ।’ আফসোস করে তিনি বলেন, ‘দেশের জন্য প্রাণ দেওয়া মানুষগুলোর কবরস্থান নির্মাণে যদি দুর্নীতি হয়, তাহলে কীভাবে চলবে?’ এসব দুর্নীতির খবর ফুটিয়ে তোলার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘যেই জড়িত থাকবে, কাউকেই ছাড় দেয়া হবে না। সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তারা যদি কোনো অপকর্ম সংঘটিত করতে চায়, কোনো রকম ছাড় পাবে না।’ এমএইচ/ |