জুলাই সনদ বাস্তবায়নের পরই নির্বাচন অনুষ্ঠিত হবে: নাসীরুদ্দীন
প্রকাশ:
০৩ আগস্ট, ২০২৫, ০৪:৩৪ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার মাধ্যমেই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “আমাদের প্রস্তাবিত জুলাই সনদে নির্বাচন কমিশনের সংস্কার বিষয়টি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত রয়েছে। এই সংসদ নির্বাচনের আগে সেই সংস্কার বাস্তবায়ন জরুরি।” রোববার (৩ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান এনসিপির প্রতিনিধি দল। বৈঠকে নাসীরুদ্দীনের সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “গত ১৫ বছরে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা যে গণতান্ত্রিক বাংলাদেশের দিকে এগোচ্ছি, সেখানে কোনো দল ছাড়া অন্য কেউ ভোট গ্রহণে এলে তা সংকট তৈরি করবে।” তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন আগের আইন অনুযায়ী গঠিত হলেও তারা সম্প্রতি কিছু বিতর্কিত বক্তব্য দিয়েছে, যা এমনকি প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও আসেনি। তাছাড়া ভোট ডাকাতিতে জড়িত কমিশনের কর্মচারীদের পদত্যাগের দাবি জানিয়েছিলাম, কিন্তু তা এখনো হয়নি।” তার ভাষ্য, “আমাদের জুলাই সনদে নির্বাচন কমিশনের সংস্কারের বিষয়টি গুরুত্বের সঙ্গে এসেছে। এই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া শেষ হলেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।” এমএইচ/ |