সাদিক কায়েম প্রসঙ্গে কাদেরের স্ট্যাটাসের জবাবে মুখ খুললেন এনসিপি নেতা
প্রকাশ:
০৪ আগস্ট, ২০২৫, ০৪:১৪ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমকে নিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের (গাছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদেরের ফেসবুক স্ট্যাটাসের জবাবে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী। রোববার (৩ আগস্ট) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে রিজভী দাবি করেন, “জুলাইয়ের হামলাকারী হাসান সাইদিকে জড়িয়ে সাদিক কায়েমকে অযথা অপমান করা হচ্ছে।” তিনি লেখেন, “হাসান সাইদি আমার বিভাগের জুনিয়র। আমি তাকে ১৫ জুলাই ঢাকা মেডিকেলে হামলা করতে দেখি এবং মামলায় তার নামও দিয়েছি। বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের বিষয়েও আমি সবচেয়ে বড় ভূমিকা রেখেছি—প্রমাণসহ সব কিছু কর্তৃপক্ষকে জমা দিয়েছি।” রিজভী আরও বলেন, “সে যখন গা ঢাকা দিয়ে ILET DU-তে পরীক্ষা দিতে আসে, তখন আমাদের ছোটভাই মঈনুদ্দিন মাহাদী তাকে ধরে ফেলে। এরপর আমরা তাকে পুলিশে দেই, মামলা করি, সে জেলেও যায়। আমি নিজেও এক সময় শিবির করেছি, কিন্তু এই হাসান সাইদিকে উপযুক্ত শাস্তি নিশ্চিত করেছি।” তিনি আরও যোগ করেন, “যদি সাদিক সত্যিই সাইদিকে বাঁচাতে চাইত, তাহলে আমাকে বলত—আমি তো তার রুমমেট। কিন্তু সে তা করেনি। তাই সাইদি ইস্যুতে ভিত্তিহীন আলোচনার কোনো মানে নেই। এসব ঘটনার সঙ্গে এনসিপি, বাগছাস বা শিবিরকে জড়ানো ঠিক নয়, কারণ এসব ঘটেছে বহু আগেই।” এসএকে/ |