নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়: মেজর হাফিজ
প্রকাশ:
০৬ আগস্ট, ২০২৫, ০৭:৫৩ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
নির্বাচিত সরকার ছাড়া দেশে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদ (বীরবিক্রম)। বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় রাজশাহীতে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত ‘জুলাই-আগস্টে শহীদদের স্মরণে ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বিজয় র্যালি’ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশটি অনুষ্ঠিত হয় নগরীর আলুপট্টি মোড়ে বার্তা ভবনের সামনে।মেজর হাফিজ বলেন, “শেখ হাসিনা ছিলেন পৃথিবীর অন্যতম কঠোর শাসক। এমন কোনো দমন-পীড়ন নেই যা তিনি জনগণের ওপর চালাননি। ৩৪ জন অনির্বাচিত সংসদ সদস্য ছিল আওয়ামী লীগের, যাদের জনগণের ভোটে নির্বাচিত হওয়ার কোনো বৈধতা ছিল না। ভোট ডাকাতি, গুম, খুন, দুর্নীতি—সবই করেছে আওয়ামী সরকার।” তিনি দাবি করেন, “দেশ ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচার থেকে মুক্ত হয়েছে। আন্দোলনে বিএনপির প্রায় ৫০০ নেতাকর্মী শহীদ হয়েছেন।” প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হাফিজ উদ্দীন বলেন, “লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে যে ওয়াদা হয়েছিল, তিনি তা রেখেছেন। ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার মাধ্যমে তিনি তার অঙ্গীকার পালন করেছেন। আমরা আশাবাদী—সেই নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করবে।” বক্তব্যে জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “দেশে এমন একটি দল আছে, যারা জনগণের ভোটে বিশ্বাস করে না। তারা চায় নির্বাচন না হোক, যাতে তারা সরকারে থাকার সুযোগ পায়। তবে মানুষ জানে, দেশের উন্নয়ন নির্বাচিত সরকারের মাধ্যমেই সম্ভব।” "জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে বিএনপিও রেহাই পাবে না" রাজশাহী বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইশার সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, মহানগর সদস্যসচিব মামুন অর রশিদ মামুনসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়, যা নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। র্যালি চলাকালে শহরের বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয়। এসএকে/ |