নান্দাইলের চন্ডিপাশা ইউনিয়ন ইমাম-উলামা পরিষদের আত্মপ্রকাশ
প্রকাশ:
১০ আগস্ট, ২০২৫, ১১:৪০ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ৪ নং চন্ডিপাশা ইউনিয়নের তরুণ আলেম সমাজের ঐক্যবদ্ধ অরাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও সমাজসেবামূলক প্ল্যাটফর্ম “ইমাম-উলামা পরিষদ” আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। বৃহস্পতিবার বাদ যোহর থেকে বাদ মাগরিব পর্যন্ত নান্দাইল চৌরাস্তা জামে মসজিদে বিশেষ আয়োজনে এ আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি মাওলানা আব্দুল কুদ্দুস এবং সঞ্চালনা করেন মুফতি নূরুল্লাহ মাহমুদ। বক্তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক অবক্ষয়, ধর্মীয় চেতনার দুর্বলতা, মাদক, জুয়া ও নৈতিক বিচ্যুতি রোধে তরুণ আলেমসমাজকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। পরিষদ ইউনিয়নের প্রতিটি ওলামা, মাদরাসা, মসজিদ ও দ্বীনি প্রতিষ্ঠানকে একত্রিত করে ইসলামি দাওয়াহ, শিক্ষা বিস্তার ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পঁচিশোর্ধ সদস্য নিয়ে এই কমিটি গঠিত হয়। অনুষ্ঠানে ইউনিয়নের ওলামায়ে কেরাম, ইমাম, মসজিদ-মাদরাসার শিক্ষক ও স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। বক্তারা এ উদ্যোগকে ইসলামী শিক্ষা বিস্তার ও সমাজ সংস্কারে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন। এসএকে/ |