ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের অনশনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ
প্রকাশ: ১১ আগস্ট, ২০২৫, ০৮:৪৯ রাত
নিউজ ডেস্ক

ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
 
সোমবার (১১ আগস্ট) জাতীয় প্রেসক্লাব চত্বরে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিল করে অতীতে সফলভাবে পরিচালিত বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (Bangladesh Institute of Technology - BIT) মডেলের আদলে একটি স্বায়ত্তশাসিত, দক্ষ ও টেকসই কমিশন গঠনের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সংহতি প্রকাশ করে।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আশিকুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক ওবায়দুল্লাহ মাহমুদ, প্রচার ও মিডিয়া সম্পাদক মুহাম্মাদ খাইরুল কবির।

এমএইচ/