৪২ দলের সঙ্গে তারেক রহমানের বৈঠক, নির্বাচনী ঐক্য বজায় রাখার আলোচনা
প্রকাশ:
১২ আগস্ট, ২০২৫, ০৯:২৫ সকাল
নিউজ ডেস্ক |
![]()
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গণে তৎপরতা বেড়েছে। নির্বাচন ঘনিয়ে আসায় যুগপৎ আন্দোলনে থাকা মিত্র দলগুলোর সঙ্গে বৈঠক করছে বিএনপি। এরই অংশ হিসেবে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ৪২ দলের সঙ্গে দুই দিনব্যাপী বৈঠক করেছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বৈঠকে বিএনপির মহাসচিবসহ শীর্ষ নেতারা অংশ নেন। তারেক রহমান বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ে গণতান্ত্রিক ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে। বিএনপি সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর এই বৈঠকগুলো হচ্ছে। এতে মিত্র দলগুলোর নেতারা যুগপৎ আন্দোলনের মতোই নির্বাচনী প্রক্রিয়াতেও বিএনপির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি যোগ্য নেতাদের নির্বাচনী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রস্তাব দিয়েছেন। স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, সমমনা ও মিত্র দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা অব্যাহত থাকবে। রাজনৈতিক সংকট সমাধান ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাই ঐক্যবদ্ধ থাকতে চায়। বিএনপি এ প্রক্রিয়ায় মোট ৬৮টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পরিকল্পনা করেছে। বৈঠকে উপস্থিত নেতাদের মধ্যে ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, বিএনপি মিত্র ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজসহ অনেকে বক্তব্য দেন। তারা নির্বাচনী ঐক্য, প্রচারণা ও প্রস্তুতি বিষয়ে মতামত দেন। বৈঠকে অংশ নেওয়া দলগুলোর মধ্যে রয়েছে—১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণতন্ত্র মঞ্চ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), লেবার পার্টি, গণফোরাম, এনডিএম, গণঅধিকার পরিষদ, ন্যাপ ভাসানী, আমজনতা দলসহ আরও কয়েকটি রাজনৈতিক দল। এসএকে/ |