গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬৯ ফিলিস্তিনি নিহত
প্রকাশ: ১২ আগস্ট, ২০২৫, ০৯:৪০ সকাল
নিউজ ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আগ্রাসনে আরও ৬৯ জন নিহত হয়েছেন। সোমবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে একজন ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। একই সময়ে আহত হয়েছেন ৩৬২ জন। এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৪৯৯ এবং আহত হয়েছেন এক লাখ ৫৩ হাজার ৫৭৫ জন। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু।

মন্ত্রণালয় জানায়, মানবিক সহায়তা নেওয়ার চেষ্টা করার সময় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ২৯ জন নিহত ও ১২৭ জন আহত হয়েছেন। চলতি বছরের ২৭ মে থেকে এভাবে ত্রাণ সংগ্রহের চেষ্টাকালে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮০৭ জনে এবং আহত হয়েছেন ১৩ হাজার ২১ জন। বহু মরদেহ এখনও ধ্বংসস্তূপ ও সড়কে পড়ে আছে, যেখানে পৌঁছাতে পারছে না অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স দল।

এদিকে, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার গাজা সিটি দখলের সিদ্ধান্তের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে তীব্র নিন্দা জানানো হয়েছে। রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি বলেন, এই পরিকল্পনা সংঘাতকে আরও তীব্র করবে এবং মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল। তিনি যুক্তরাষ্ট্রের ওপর ইসরায়েলকে ‘পূর্ণ স্বাধীনতা’ দেওয়ার অভিযোগও করেন।

চীনের রাষ্ট্রদূত ফু গাজায় নতুন সামরিক অভিযানের বিরোধিতা করে ত্রাণ প্রবেশের সব পথ খুলে দেওয়ার আহ্বান জানান। ফ্রান্স, যুক্তরাজ্য, ডেনমার্ক, গ্রিস, স্লোভেনিয়াসহ একাধিক দেশ যৌথ ও পৃথক বিবৃতিতে ইসরায়েলের পরিকল্পনার নিন্দা জানিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র জানায়, তারা জিম্মিদের মুক্তি ও গাজায় শান্তির প্রচেষ্টা অব্যাহত রেখেছে। মার্কিন প্রতিনিধি দাবি করেন, যুদ্ধবিরতির প্রস্তাবগুলো হামাস প্রত্যাখ্যান করায় সংঘাত থামেনি।

জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর অভিযোগ করেন, ইসরায়েল ফিলিস্তিনিদের ধ্বংস করে তাদের ভূমি দখলের লক্ষ্য নিয়ে এগোচ্ছে এবং আন্তর্জাতিক নিন্দার তোয়াক্কা করছে না।

এসএকে/