সিন্ধু নদ চুক্তি স্থগিতাদেশ প্রত্যাহারে আন্তর্জাতিক আদালতের নির্দেশ, পাকিস্তানের স্বাগত
প্রকাশ:
১২ আগস্ট, ২০২৫, ১০:২১ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিতাদেশ তুলে নিতে ভারতকে নির্দেশ দিয়েছে নেদারল্যান্ডসের হেগভিত্তিক আন্তর্জাতিক সালিশ আদালত (পিসিএ)। গত ৮ আগস্ট দেওয়া এই রায়ে আদালত স্পষ্ট করেছে— চুক্তির শর্ত ভঙ্গ করে কোনো বাঁধ বা জলবিদ্যুৎ স্থাপনা সিন্ধু অববাহিকার পশ্চিমাঞ্চলীয় নদীগুলোতে নির্মাণ করা যাবে না। পাকিস্তান এই রায়কে স্বাগত জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আদালত ভারতকে সিন্ধু নদের পানিপ্রবাহ অব্যাহত রাখতে এবং বাঁধ নির্মাণে মূল চুক্তির শর্ত মেনে চলতে নির্দেশ দিয়েছেন। ঘটনার সূত্রপাত পেহেলগামে ২২ এপ্রিলের জঙ্গি হামলার পর। ওই হামলায় ২৫ জন ভারতীয় ও একজন নেপালি পর্যটক নিহত হন। পাকিস্তানি কাশ্মিরভিত্তিক জঙ্গি সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ এর দায় স্বীকার করে। এর পরপরই ভারত একতরফাভাবে ১৯৬০ সালের সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করে, যার ফলে পাকিস্তানের তিন নদী— সিন্ধু, চেনাব ও ঝিলামের পানিপ্রবাহ হ্রাস পায় এবং কৃষি খাত হুমকির মুখে পড়ে। পাকিস্তান আন্তর্জাতিক সালিশ আদালতে গেলে ৮ আগস্ট রায় দেন বিচারকরা। তারা বলেন, “চুক্তি অনুযায়ী, পশ্চিমাঞ্চলীয় নদীগুলোর প্রবাহ বাধাহীন রাখতে হবে। ভারত যদি বাঁধ নির্মাণ করে, তা অবশ্যই চুক্তির শর্ত মেনে হতে হবে।” সিন্ধু পানি চুক্তি পাকিস্তানের সেচ ব্যবস্থা বিশ্বের বৃহত্তমগুলোর একটি, যা প্রায় সম্পূর্ণভাবে পশ্চিমাঞ্চলীয় নদীগুলোর নিরবচ্ছিন্ন প্রবাহের ওপর নির্ভরশীল। ফলে পানিপ্রবাহ হ্রাস দেশটির কৃষি, শহুরে পানি সরবরাহ ও বিদ্যুৎ উৎপাদনে মারাত্মক প্রভাব ফেলতে পারে। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন, আনাদোলু এজেন্সি এসএকে/ |