প্রবাসীকে উদ্ধার করতে গিয়ে সাবেক চেয়ারম্যান কারাগারে
প্রকাশ: ১২ আগস্ট, ২০২৫, ১০:৫৬ দুপুর
নিউজ ডেস্ক

|| নোয়াখালী প্রতিনিধি ||

নোয়াখালী জেলা জেএসডি’র সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নূর রহমান সন্ত্রাসীদের হাত থেকে এক প্রবাসীকে উদ্ধার করতে গিয়ে নিজেই হামলার শিকার হয়ে মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রতিবাদ জানিয়েছে।

সোমবার দুপুরে আমানউল্লাহপুর বাজারে এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে নূর রহমান জানান, ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতার প্রবাসী শহীদ আলম দেশে ফেরার পথে ফেনীর লালপুর এলাকায় সন্ত্রাসীদের হাতে আটক হন। তারা মারধর করে মুক্তিপণ দাবি করে। খবর পেয়ে তিনি স্থানীয় ইউপি মেম্বারসহ দুইজনকে নিয়ে সেখানে গেলে সন্ত্রাসীরা তাদেরও মারধর করে, রাতভর আটক রাখে এবং সাদা চেকে স্বাক্ষর নিতে বাধ্য করে। ওই চেকের মামলা দেখিয়ে গত ২৯ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়।

“এলাকার মানুষের বিপদে পাশে দাঁড়ানোই কি আমার অপরাধ?”— প্রশ্ন রেখে নূর রহমান নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দাবি করেন।

প্রবাসী শহীদ আলম অভিযোগ করে বলেন, ফেনীর কয়েকজন তার প্রতিষ্ঠানে কাজ করতেন। দেশে ফেরার সময় তাদের কাছে কিছু স্বাক্ষরিত চেক রেখে আসেন। পরবর্তীতে তারা প্রায় ২০ কোটি টাকা আত্মসাৎ করে দেশে পালিয়ে আসে। মামলা করলে সমঝোতার আশ্বাস দিয়ে ফেনীতে ডেকে এনে তাকে জিম্মি করে, মারধর করে এবং মুক্তিপণ দাবি করে। নূর রহমান খবর পেয়ে গেলে তাকেও আটক করে চেকে স্বাক্ষর নিতে বাধ্য করা হয়।

দুজনেই সরকারের কাছে মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলন শেষে আমানউল্লাহপুর বাজারে মানববন্ধন করে ন্যায়বিচারের আহ্বান জানানো হয়।

এসএকে/