মৌলভীবাজার-০৪ আসনের জমিয়তের প্রার্থী শেখ নূরে আলম হামিদী
প্রকাশ:
১২ আগস্ট, ২০২৫, ১২:৫২ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
মুস্তাকিম আল মুনতাজ (মৌলভীবাজার জেলা প্রতিনিধি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-০৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে নাম পেয়েছেন মাওলানা শেখ নূরে আলম হামিদী। দলীয় প্রতীক হিসেবে খেজুরগাছ নিয়ে তিনি ভোটের মাঠে নামবেন। মনোনয়নের ঘোষণার পর গতকাল (১১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লিখেছেন, “জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সম্মানিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই, আমার মতো একজন নগণ্যকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করার জন্য। যদিও আমার যোগ্যতা সীমিত, তাদের এই দয়া আল্লাহ কবুল করুন।” তিনি বলেন, “নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হতে পারে, তাই এখনই চূড়ান্ত কিছু বলা কঠিন। তবে আমি সব সময় ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য কামনা করি এবং সবাইকে ঐক্যের পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি।” মাওলানা হামিদী সাধারণ কর্মী ও সমর্থকদেরও ঐক্যের জন্য গুরুত্বপুর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, “যারা সাধারণ কর্মী, তারাও যদি নিজেদের অবস্থান থেকে কারো বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করেন, তবে ঐক্যের পথ অনেক সহজ হবে।” পোস্টের শেষে তিনি দেশবাসীর জন্য দোয়া কামনা করে বলেন, “আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম, দেশ ও মানবতার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাওফিক দিন।” এই আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নূরে আলম হামিদীর প্রার্থী হওয়ার ফলে মৌলভীবাজার-০৪ আসনে এবং সামগ্রিকভাবে ইসলামপন্থী রাজনৈতিক অঙ্গনে নতুন দিক উন্মোচিত হবে। ইতোমধ্যে দলীয় কর্মীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় জোরদার হয়েছে। উল্লেখ্য, মাওলানা শেখ নূরে আলম হামিদী বরুণার পীর আল্লামা শায়খ খলীলুর রহমান হামিদী রহ.-এর সুযোগ্য বড় ছেলে। তিনি বাংলাদেশ ও ইংল্যান্ডের নাগরিক। বর্তমানে বরুণা মাদরাসার সদরে নায়েবে মুহতামিমের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মৌলভীবাজারসহ দেশ-বিদেশের বিভিন্ন সামাজিক সংগঠন ও আন্দোলনে সক্রিয়। এসএকে/ |