সাবেক এমপি হাফেজ রুহুল আমিন মাদানীর ইন্তেকাল
প্রকাশ:
১৩ আগস্ট, ২০২৫, ১১:১৭ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাবেক সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের মেজো ছেলে ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান মাহমুদ এই মৃত্যুর সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। গত ২১ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে হাফেজ রুহুল আমিন মাদানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে ২৩ দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। হাফেজ রুহুর আমিন মাদানীর জানাজার নামাজ আজ বুধবার বিকেল ৩টায় তার নিজ গ্রামের বাড়ি ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের চকপাঁচপাড়া মাদরাসা ও কারিগরি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। জানা যায়, হাফেজ রুহুল আমিন মাদানী বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত হয়ে ১৯৯৬ সালে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০১৮ সালের নির্বাচনে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি তিনি একজন প্রখ্যাত আলেম ও সমাজসেবক হিসেবেও পরিচিত ছিলেন। ছাত্র জীবনে তিনি পাকিস্তান থেকে কোরআনের হাফেজ হন। এরপর মদীনা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এসএকে/ |