ভারতকে কঠোর হুঁশিয়ারি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ
প্রকাশ:
১৪ আগস্ট, ২০২৫, ১২:২২ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৃহস্পতিবার সতর্কবার্তা দিয়ে বলেন, সিন্ধু নদীর ওপর পাকিস্তানের পানির অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করলে ভারতকে শক্তিশালী জবাব দেওয়া হবে। হেগের আন্তর্জাতিক আদালত সম্প্রতি পাকিস্তানের পক্ষে রায় দিয়ে ভারতকে একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত না করার নির্দেশ দেওয়ার পর সাংবাদিকদের উদ্দেশে শাহবাজ শরিফ বলেন, “আপনি পাকিস্তানের এক ফোঁটা পানিও নিতে পারবেন না। যদি সাহস করেন, তাহলে এমন শিক্ষা দেব যা সারা জীবন মনে রাখবেন।” তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষে পাকিস্তান বিমানবাহিনী ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে চারটি রাফাল যুদ্ধবিমান ছিল। এর আগে পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো এবং সেনাবাহিনী প্রধানও ভারতকে সমজাতীয় সতর্কবার্তা দিয়েছেন। পানি বণ্টন ও সীমান্ত ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি অনুযায়ী, সিন্ধু নদীর পানির সুষ্ঠু বণ্টনে ভারত ও পাকিস্তান বাধ্য। সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক ও সামরিক উত্তেজনার পাশাপাশি জলসম্পদ নিয়েও দুই দেশের বিরোধ তীব্রতর হয়েছে। এসএকে/ |