ভুজপুরে ইমাম-খতীবদের করণীয় শীর্ষক ঐতিহাসিক কনফারেন্স আজ
প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫, ০২:৩৮ দুপুর
নিউজ ডেস্ক

দেশের ইমাম-খতীব ও ওলামায়ে কেরামদের জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশ-এর চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে আজ (২৮ আগস্ট) ঐতিহাসিক কনফারেন্স অনুষ্ঠিত হবে। কনফারেন্সের মূল প্রতিপাদ্য বিষয় হলো— “ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে ইমাম-খতীব ও ওলামায়ে কেরামদের ভূমিকা”।

ফটিকছড়ি উপজেলার দাতমারা ইউনিয়নের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান ইসলামপুর রাবার বাগান ইউনুসিয়া মাদরাসা মিলনায়তনে বাদে আসর শুরু হবে এই কনফারেন্স।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশের উপদেষ্টা এবং চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের জাতীয় সংসদ নির্বাচন পদপ্রার্থী শেখ হুসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী। প্রধান আলোচক হিসেবে থাকবেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুফতি আবু তাহের আল মাদানি।

মাওলানা ক্বারী আবু সাঈদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখবেন—

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীল মাওলানা জুনায়েদ বিন জালাল,

জাতীয় ইমাম ও খতীব সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আতাউর রহমান আলমপুরী,

মুফতি ইউসুফসহ আরও অনেকে।

এসএকে/