নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুললেন ব্যারিস্টার ফুয়াদ
প্রকাশ:
২৯ আগস্ট, ২০২৫, ০৬:২৬ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
নির্বাচন কমিশন দায়সারা নির্বাচন করার পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টায় রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ব্যারিস্টার ফুয়াদ বলেন, তিনি আরও অভিযোগ করেন, জুলাইয়ের গণআন্দোলনে তরুণদের অংশগ্রহণের প্রেক্ষাপটে ভোটার হওয়ার বয়স ১৭ বছরে নামানোর প্রস্তাব করা হলেও তা বাস্তবায়ন হয়নি। ভোটের দিন যাদের বয়স ১৭/১৮ হবে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করাও কঠিন কিছু ছিল না বলে মন্তব্য করেন তিনি। নির্বাচনী রোডম্যাপ প্রসঙ্গে এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক দলগুলো মনোনয়ন প্রক্রিয়া কীভাবে সম্পন্ন করবে, এ বিষয়ে রোডম্যাপে কোনো নির্দেশনা নেই। প্রচারণার ক্ষেত্রে অতিরিক্ত ব্যয়ের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ইসি যদি এককভাবে সাধারণ পোস্টার ব্যবহারের ব্যবস্থা করত, তাহলে অর্থের অপচয় রোধ হতো এবং পরিবেশও সুরক্ষিত থাকত। তিনি আরও বলেন, সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল ও শাহাদাতুল্লাহ টুটুল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিদ্দিকুর রহমান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, যুব পার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা) শাজাহান ব্যাপারী, কেন্দ্রীয় কমিটির সদস্য রাইয়ান রসি, যুব পার্টির দপ্তর সম্পাদক আমানুল্লাহ রাসেল, যাত্রাবাড়ী থানার আহ্বায়ক সুলতান আরিফ ও যুব নেত্রী ইশরাত জাহানসহ কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা। এসএকে/ |