গণ অধিকার পরিষদের নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ
প্রকাশ:
২৯ আগস্ট, ২০২৫, ১১:৪৩ রাত
নিউজ ডেস্ক |
![]()
ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের মিছিলে হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে জেলা গণ অধিকার পরিষদ। শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯ টার দিকে বিক্ষোভ মিছিলটি শহরের শহীদ মিনার এলাকা থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পায়ারা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। সমাবেশে গণ অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শাখাওয়াত হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হান, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো.মিশন আলীসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সে সময় বক্তারা বলেন, ১৮ ও ২৪ এর কোটা আন্দোলনের নেতাদের ওপর হামলা করে তাদের কখনো দমিয়ে রাখা যাবে না। গণ অভ্যুত্থানের ১ বছর পর এসে এই ধরনের হামলা কোনোভাবে মেনে নেওয়া হবে না। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে নুরুল হক নুর, রাশেদ খানসহ নেতাকর্মীদের ওপর যে হামলা হয়েছে তা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মিলেই করেছে। এদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে গণঅধিকার পরিষদ রাস্তায় নামতে বাধ্য হবে। আরএইচ/ |