আওয়ামী ‘দোসরদের’ রাজনীতি নিষিদ্ধে সর্বদলীয় বৈঠক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৭ বিকাল
নিউজ ডেস্ক

আওয়ামী লীগের ‘দোসরদের’ রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে সর্বদলীয় বৈঠক। গণ অধিকার পরিষদের উদ্যোগে সোমবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।

পোস্টে উল্লেখ করা হয়, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার বিচার দাবি এবং আওয়ামী লীগের দোসরদের রাজনীতি নিষিদ্ধের আহ্বানে এ সর্বদলীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, এবি পার্টি, ইসলামী আন্দোলনসহ জুলাই মাসের গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দল উপস্থিত ছিল।

এমএইচ/