মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


কাশ্মিরে সাধারণ নাগরিকদের ওপর হামলার নিন্দা বিশ্ব নেতাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা।

ওই হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘সাধারণ মানুষের ওপর হামলা কোনো পরিস্থিতিতেই গ্রহণযোগ্য নয়।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইতোমধ্যেই নরেন্দ্র মোদির সাথে এই হামলা নিয়ে কথা বলেছেন।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই ঘটনায় শোক প্রকাশ করে বলেন, ‘এই খবর শুনে আমি খুব মর্মাহত।’

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে  এক পোস্টে লেখেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর, হামলায় আহতদের, ভারত সরকারের ও ভারতের সকল নাগরিকের প্রতি ইতালি তার সংহতি প্রকাশ করছে।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার এই হামলাকে ‘সম্পূর্ণভাবে বিধ্বংসী’ বলে বর্ণনা করে ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবার এবং ভারতের নাগরিকদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই হামলার নিন্দা জানিয়েছে।

তারা বলেছে, ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশে পরিচালিত সব ধরনের সহিংসতা ও সন্ত্রাসবাদকে আমরা সব সময়ের জন্য প্রত্যাখ্যান করি।’ সূত্র : বিবিসি

এনএইচ/


সম্পর্কিত খবর